নবাগত পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেন মহোদয়ের গাইবান্ধা জেলায় আগমন।
- আপডেট টাইম : ০৫:২২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
- / ৩৭৩ ৫০০০.০ বার পাঠক
গাইবান্ধা জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেন অদ্য ০৮/১২/২০২২ খ্রিঃ তারিখ দুপুর ০৩:০০ ঘটিকায় যোগদান করেন। এসময় নবাগত পুলিশ সুপার মহোদয়কে গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন জনাব মোঃ ইবনে মিজান(অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ), জনাব আবু লাইচ মোঃ ইলিয়াস জিকু (অতিরিক্ত পুলিশ সুপার, বি- সাকেল), জনাব উদয় কুমার সাহা, ( সহকারি পুলিশ সুপার, সি- সাকেল) গাইবান্ধা সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ । শুভেচ্ছা জ্ঞাপন শেষে নবাগত পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করা হয়। পরবর্তীতে বিকাল ৪ ঘটিকায় গাইবান্ধা পৌর পার্কে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গাইবান্ধা জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেন মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার মহোদয় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল ইউনিট ইনচার্জগণের সহিত মতবিনিময় করেন।