ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয় সংঘর্ষ। আহত অর্ধ শতাধিক টঙ্গীতে ডেভিল হান্ট এর অভিযানে আ.লীগের নেত্রী ও তার পাঁচ সহযোগীকে ১৭৫১ পিস ফেনসিডিলসহ গ্রেফতার পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের উপজেলা পরিষদ সংলগ্ন মদিনা প্যালেস নামের একটি ভবনের ৫ টি ফ্লাটে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে নান্দাইল প্রেসক্লাবের ১৭তম দ্বি-বার্ষিক সম্মেলন সমাপ্ত সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রঞ্জু দুপুরে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ, পাকিস্তানের বাঁচা–মরার ম্যাচ পাকিস্তান-বাংলাদেশ সরাসরি বাণিজ্য পুনরায় শুরু, ১৯৭১ সালের পর প্রথম খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি ২ মার্চ রাজধানীর বিভা স্কুল এন্ড কলেজের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত শহরের প্রান কেন্দ্রে অবস্থিত ৪৫ বছরের পুরানো এ প্রতিষ্ঠান নাম হলো আদর্শ স্কুল এন্ড কলেজ অথচ কলেজ শাখায় একজন ছাত্র/ছাত্রীও নেই মঠবাড়িয়ায় রাতের আঁধারে বনিক সমিতির ক‌মি‌টি গঠনের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ববি হাজ্জাজ ও ‘আই স্টার্টেড অ্যা পডকাস্ট’

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ১০:৩৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
  • / ৪০৭ ৫০০০.০ বার পাঠক

সময়ের কন্ঠ রিপোর্ট।।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ অন্যরকম একটি আয়োজনে অংশ নিলেন। সংগীতশিল্পী জন কবিরের ‘আই স্টার্টেড অ্যা পডকাস্ট’ অনুষ্ঠানে গল্প করেছেন তিনি। ১ ঘণ্টারও বেশি সময় ধরে আড্ডা হয়েছে তাদের।

শোবিজের তারকা ও বিশিষ্ট ব্যক্তিরা নিজেদের প্রিয় গান, সংগীতশিল্পী ও তাদের জীবনে সংগীত কতটা প্রভাব ফেলেছে সেইসব শেয়ার করছেন জন কবিরের অনুষ্ঠানে। এবারও ব্যতিক্রম হয়নি।

গত ২৯ জানুয়ারি জন কবিরের ইউটিউব চ্যানেলে পডকাস্টটি উন্মুক্ত হয়। এটি ভাগ করা হয়েছে আটটি বিষয়ের ওপর। এর মধ্যে রয়েছে ববি হাজ্জাজের প্রতিদিনের রুটিন ও লাইফস্টাইল, এই লাইফস্টাইলের সঙ্গে তার স্ত্রী রাশনা ইমাম কীভাবে মানিয়ে নেন।

ববি হাজ্জাজ দুই মেয়ের বাবা। সংগীতের মতো সৃজনশীল মাধ্যমে কাজ করতে চাইলে মেয়েদের উৎসাহ দেবেন কিনা সেটিও জানিয়েছেন জন কবিরের পডকাস্টে।

শৈশবে ববি হাজ্জাজের সংগীতপ্রেম এবং তারুণ্যে তার গান শোনার মাধ্যম নিয়ে গল্প করেছেন জন কবির। রাজনীতিবিদ ও শিক্ষাবিদ ববি হাজ্জাজের মধ্যে মিল-অমিল এবং শিক্ষকতা নিয়ে ববি হাজ্জাজের ভাবনা জেনে নিয়েছেন তিনি।

ববি হাজ্জাজ ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘বিশ্বের সব জায়গায় পডকাস্ট বেশ জনপ্রিয়। আমার ব্যক্তিগতভাবে গল্প করা ভালো লাগে। আমি একজন রাজনীতিবিদ, আমাদের কাজই জনগণের সঙ্গে কথা বলা, গল্প করা। তাই গল্প করতে ভালো লাগে। জন কবিরের কাছ থেকে পডকাস্টে অংশ নেওয়ার প্রস্তাব পেয়ে সময় দিলাম। তার সঙ্গে আমার এর আগে পরিচয় ছিল না। তবে আড্ডাটা বেশ উপভোগ করেছি।

আগামীতে নিজে পডকাস্ট করবেন কিনা জানতে চাইলে ববি হাজ্জাজ ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘সুযোগ এলে নিজেই পডকাস্ট করতে চাই। বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তাদের জীবন ও ভাবনা জানতে আমার ভালো লাগবে। কিন্তু সেই সুযোগ আসার সম্ভাবনা কম।’

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ববি হাজ্জাজ ও ‘আই স্টার্টেড অ্যা পডকাস্ট’

আপডেট টাইম : ১০:৩৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১

সময়ের কন্ঠ রিপোর্ট।।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ অন্যরকম একটি আয়োজনে অংশ নিলেন। সংগীতশিল্পী জন কবিরের ‘আই স্টার্টেড অ্যা পডকাস্ট’ অনুষ্ঠানে গল্প করেছেন তিনি। ১ ঘণ্টারও বেশি সময় ধরে আড্ডা হয়েছে তাদের।

শোবিজের তারকা ও বিশিষ্ট ব্যক্তিরা নিজেদের প্রিয় গান, সংগীতশিল্পী ও তাদের জীবনে সংগীত কতটা প্রভাব ফেলেছে সেইসব শেয়ার করছেন জন কবিরের অনুষ্ঠানে। এবারও ব্যতিক্রম হয়নি।

গত ২৯ জানুয়ারি জন কবিরের ইউটিউব চ্যানেলে পডকাস্টটি উন্মুক্ত হয়। এটি ভাগ করা হয়েছে আটটি বিষয়ের ওপর। এর মধ্যে রয়েছে ববি হাজ্জাজের প্রতিদিনের রুটিন ও লাইফস্টাইল, এই লাইফস্টাইলের সঙ্গে তার স্ত্রী রাশনা ইমাম কীভাবে মানিয়ে নেন।

ববি হাজ্জাজ দুই মেয়ের বাবা। সংগীতের মতো সৃজনশীল মাধ্যমে কাজ করতে চাইলে মেয়েদের উৎসাহ দেবেন কিনা সেটিও জানিয়েছেন জন কবিরের পডকাস্টে।

শৈশবে ববি হাজ্জাজের সংগীতপ্রেম এবং তারুণ্যে তার গান শোনার মাধ্যম নিয়ে গল্প করেছেন জন কবির। রাজনীতিবিদ ও শিক্ষাবিদ ববি হাজ্জাজের মধ্যে মিল-অমিল এবং শিক্ষকতা নিয়ে ববি হাজ্জাজের ভাবনা জেনে নিয়েছেন তিনি।

ববি হাজ্জাজ ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘বিশ্বের সব জায়গায় পডকাস্ট বেশ জনপ্রিয়। আমার ব্যক্তিগতভাবে গল্প করা ভালো লাগে। আমি একজন রাজনীতিবিদ, আমাদের কাজই জনগণের সঙ্গে কথা বলা, গল্প করা। তাই গল্প করতে ভালো লাগে। জন কবিরের কাছ থেকে পডকাস্টে অংশ নেওয়ার প্রস্তাব পেয়ে সময় দিলাম। তার সঙ্গে আমার এর আগে পরিচয় ছিল না। তবে আড্ডাটা বেশ উপভোগ করেছি।

আগামীতে নিজে পডকাস্ট করবেন কিনা জানতে চাইলে ববি হাজ্জাজ ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘সুযোগ এলে নিজেই পডকাস্ট করতে চাই। বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তাদের জীবন ও ভাবনা জানতে আমার ভালো লাগবে। কিন্তু সেই সুযোগ আসার সম্ভাবনা কম।’