ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
সংবাদ শিরোনাম ::
মোংলায় জামায়াতে ইসলামীর শারদীয়া দুর্গা মন্দির পরিদর্শন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত নবাবগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠিত গাজীপুরে একাধিক কারখানার শ্রমিকদের বিক্ষোভ: মহাসড়ক অবরোধ সাবেক আইজিপি মামুনের ৪৩ দিনের রিমান্ড বাড়ছে পূজার ছুটি তালাক দিয়েও ক্ষান্ত হননি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে ইমরান আজমিরীগঞ্জে শারদীয় দুর্গাপূজায় স্বেচ্ছাসেবক টিম গঠনে  বিএনপির প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবসের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান অসুস্থ,হাজত থেকে হাসপাতালে প্রেরণ দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করতে চাই: জহিরুল ইসলাম।

ববি হাজ্জাজ ও ‘আই স্টার্টেড অ্যা পডকাস্ট’

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ১০:৩৮:৫৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১
  • / ৩৮১ ৫০০০.০ বার পাঠক

সময়ের কন্ঠ রিপোর্ট।।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ অন্যরকম একটি আয়োজনে অংশ নিলেন। সংগীতশিল্পী জন কবিরের ‘আই স্টার্টেড অ্যা পডকাস্ট’ অনুষ্ঠানে গল্প করেছেন তিনি। ১ ঘণ্টারও বেশি সময় ধরে আড্ডা হয়েছে তাদের।

শোবিজের তারকা ও বিশিষ্ট ব্যক্তিরা নিজেদের প্রিয় গান, সংগীতশিল্পী ও তাদের জীবনে সংগীত কতটা প্রভাব ফেলেছে সেইসব শেয়ার করছেন জন কবিরের অনুষ্ঠানে। এবারও ব্যতিক্রম হয়নি।

গত ২৯ জানুয়ারি জন কবিরের ইউটিউব চ্যানেলে পডকাস্টটি উন্মুক্ত হয়। এটি ভাগ করা হয়েছে আটটি বিষয়ের ওপর। এর মধ্যে রয়েছে ববি হাজ্জাজের প্রতিদিনের রুটিন ও লাইফস্টাইল, এই লাইফস্টাইলের সঙ্গে তার স্ত্রী রাশনা ইমাম কীভাবে মানিয়ে নেন।

ববি হাজ্জাজ দুই মেয়ের বাবা। সংগীতের মতো সৃজনশীল মাধ্যমে কাজ করতে চাইলে মেয়েদের উৎসাহ দেবেন কিনা সেটিও জানিয়েছেন জন কবিরের পডকাস্টে।

শৈশবে ববি হাজ্জাজের সংগীতপ্রেম এবং তারুণ্যে তার গান শোনার মাধ্যম নিয়ে গল্প করেছেন জন কবির। রাজনীতিবিদ ও শিক্ষাবিদ ববি হাজ্জাজের মধ্যে মিল-অমিল এবং শিক্ষকতা নিয়ে ববি হাজ্জাজের ভাবনা জেনে নিয়েছেন তিনি।

ববি হাজ্জাজ ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘বিশ্বের সব জায়গায় পডকাস্ট বেশ জনপ্রিয়। আমার ব্যক্তিগতভাবে গল্প করা ভালো লাগে। আমি একজন রাজনীতিবিদ, আমাদের কাজই জনগণের সঙ্গে কথা বলা, গল্প করা। তাই গল্প করতে ভালো লাগে। জন কবিরের কাছ থেকে পডকাস্টে অংশ নেওয়ার প্রস্তাব পেয়ে সময় দিলাম। তার সঙ্গে আমার এর আগে পরিচয় ছিল না। তবে আড্ডাটা বেশ উপভোগ করেছি।

আগামীতে নিজে পডকাস্ট করবেন কিনা জানতে চাইলে ববি হাজ্জাজ ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘সুযোগ এলে নিজেই পডকাস্ট করতে চাই। বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তাদের জীবন ও ভাবনা জানতে আমার ভালো লাগবে। কিন্তু সেই সুযোগ আসার সম্ভাবনা কম।’

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ববি হাজ্জাজ ও ‘আই স্টার্টেড অ্যা পডকাস্ট’

আপডেট টাইম : ১০:৩৮:৫৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১

সময়ের কন্ঠ রিপোর্ট।।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ অন্যরকম একটি আয়োজনে অংশ নিলেন। সংগীতশিল্পী জন কবিরের ‘আই স্টার্টেড অ্যা পডকাস্ট’ অনুষ্ঠানে গল্প করেছেন তিনি। ১ ঘণ্টারও বেশি সময় ধরে আড্ডা হয়েছে তাদের।

শোবিজের তারকা ও বিশিষ্ট ব্যক্তিরা নিজেদের প্রিয় গান, সংগীতশিল্পী ও তাদের জীবনে সংগীত কতটা প্রভাব ফেলেছে সেইসব শেয়ার করছেন জন কবিরের অনুষ্ঠানে। এবারও ব্যতিক্রম হয়নি।

গত ২৯ জানুয়ারি জন কবিরের ইউটিউব চ্যানেলে পডকাস্টটি উন্মুক্ত হয়। এটি ভাগ করা হয়েছে আটটি বিষয়ের ওপর। এর মধ্যে রয়েছে ববি হাজ্জাজের প্রতিদিনের রুটিন ও লাইফস্টাইল, এই লাইফস্টাইলের সঙ্গে তার স্ত্রী রাশনা ইমাম কীভাবে মানিয়ে নেন।

ববি হাজ্জাজ দুই মেয়ের বাবা। সংগীতের মতো সৃজনশীল মাধ্যমে কাজ করতে চাইলে মেয়েদের উৎসাহ দেবেন কিনা সেটিও জানিয়েছেন জন কবিরের পডকাস্টে।

শৈশবে ববি হাজ্জাজের সংগীতপ্রেম এবং তারুণ্যে তার গান শোনার মাধ্যম নিয়ে গল্প করেছেন জন কবির। রাজনীতিবিদ ও শিক্ষাবিদ ববি হাজ্জাজের মধ্যে মিল-অমিল এবং শিক্ষকতা নিয়ে ববি হাজ্জাজের ভাবনা জেনে নিয়েছেন তিনি।

ববি হাজ্জাজ ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘বিশ্বের সব জায়গায় পডকাস্ট বেশ জনপ্রিয়। আমার ব্যক্তিগতভাবে গল্প করা ভালো লাগে। আমি একজন রাজনীতিবিদ, আমাদের কাজই জনগণের সঙ্গে কথা বলা, গল্প করা। তাই গল্প করতে ভালো লাগে। জন কবিরের কাছ থেকে পডকাস্টে অংশ নেওয়ার প্রস্তাব পেয়ে সময় দিলাম। তার সঙ্গে আমার এর আগে পরিচয় ছিল না। তবে আড্ডাটা বেশ উপভোগ করেছি।

আগামীতে নিজে পডকাস্ট করবেন কিনা জানতে চাইলে ববি হাজ্জাজ ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘সুযোগ এলে নিজেই পডকাস্ট করতে চাই। বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তাদের জীবন ও ভাবনা জানতে আমার ভালো লাগবে। কিন্তু সেই সুযোগ আসার সম্ভাবনা কম।’