ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রপচারের জন্য ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার পথে গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে ভৈরবে রেলওয়ে জংশনের সামনে সিগন্যালের তার সহ ২জন চোর গ্রেফতার মোংলায় সহকারি অ্যাটর্ণি জেনারেল মনিরুজ্জামান: গণঅভ্যুত্থানের গণআকাংখা হলো সাম্য, মানবিক মর্যাদা ও সুশাসন নিশ্চিত করা সংস্কার সংস্কারের মত চলবে, নির্বাচন নির্বাচনের মত// প্রধান উপদেষ্টার চীন সফর আমাদের জন্য ইতিবাচক ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাড়ির টানে গ্রামে সবাই, রাজধানী ‘ফাঁকা’ ঈদের ছুটিতে কক্সবাজারে প্রাণচাঞ্চল্য,পর্যটকদের বরণে প্রস্তুত হোটেল-রিসোর্ট রাফা খালি করে দিতে বলল ইসরাইলি বাহিনী আজমিরীগঞ্জে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে আহত শিশু সহ আহত ৯ আমেরিকা হামলা চালালে ইরানও ‘কঠোর জবাব’ দেবে: খামেনি ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

ববি হাজ্জাজ ও ‘আই স্টার্টেড অ্যা পডকাস্ট’

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ১০:৩৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
  • / ৪১৮ ৫০০০.০ বার পাঠক

সময়ের কন্ঠ রিপোর্ট।।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ অন্যরকম একটি আয়োজনে অংশ নিলেন। সংগীতশিল্পী জন কবিরের ‘আই স্টার্টেড অ্যা পডকাস্ট’ অনুষ্ঠানে গল্প করেছেন তিনি। ১ ঘণ্টারও বেশি সময় ধরে আড্ডা হয়েছে তাদের।

শোবিজের তারকা ও বিশিষ্ট ব্যক্তিরা নিজেদের প্রিয় গান, সংগীতশিল্পী ও তাদের জীবনে সংগীত কতটা প্রভাব ফেলেছে সেইসব শেয়ার করছেন জন কবিরের অনুষ্ঠানে। এবারও ব্যতিক্রম হয়নি।

গত ২৯ জানুয়ারি জন কবিরের ইউটিউব চ্যানেলে পডকাস্টটি উন্মুক্ত হয়। এটি ভাগ করা হয়েছে আটটি বিষয়ের ওপর। এর মধ্যে রয়েছে ববি হাজ্জাজের প্রতিদিনের রুটিন ও লাইফস্টাইল, এই লাইফস্টাইলের সঙ্গে তার স্ত্রী রাশনা ইমাম কীভাবে মানিয়ে নেন।

ববি হাজ্জাজ দুই মেয়ের বাবা। সংগীতের মতো সৃজনশীল মাধ্যমে কাজ করতে চাইলে মেয়েদের উৎসাহ দেবেন কিনা সেটিও জানিয়েছেন জন কবিরের পডকাস্টে।

শৈশবে ববি হাজ্জাজের সংগীতপ্রেম এবং তারুণ্যে তার গান শোনার মাধ্যম নিয়ে গল্প করেছেন জন কবির। রাজনীতিবিদ ও শিক্ষাবিদ ববি হাজ্জাজের মধ্যে মিল-অমিল এবং শিক্ষকতা নিয়ে ববি হাজ্জাজের ভাবনা জেনে নিয়েছেন তিনি।

ববি হাজ্জাজ ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘বিশ্বের সব জায়গায় পডকাস্ট বেশ জনপ্রিয়। আমার ব্যক্তিগতভাবে গল্প করা ভালো লাগে। আমি একজন রাজনীতিবিদ, আমাদের কাজই জনগণের সঙ্গে কথা বলা, গল্প করা। তাই গল্প করতে ভালো লাগে। জন কবিরের কাছ থেকে পডকাস্টে অংশ নেওয়ার প্রস্তাব পেয়ে সময় দিলাম। তার সঙ্গে আমার এর আগে পরিচয় ছিল না। তবে আড্ডাটা বেশ উপভোগ করেছি।

আগামীতে নিজে পডকাস্ট করবেন কিনা জানতে চাইলে ববি হাজ্জাজ ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘সুযোগ এলে নিজেই পডকাস্ট করতে চাই। বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তাদের জীবন ও ভাবনা জানতে আমার ভালো লাগবে। কিন্তু সেই সুযোগ আসার সম্ভাবনা কম।’

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ববি হাজ্জাজ ও ‘আই স্টার্টেড অ্যা পডকাস্ট’

আপডেট টাইম : ১০:৩৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১

সময়ের কন্ঠ রিপোর্ট।।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ অন্যরকম একটি আয়োজনে অংশ নিলেন। সংগীতশিল্পী জন কবিরের ‘আই স্টার্টেড অ্যা পডকাস্ট’ অনুষ্ঠানে গল্প করেছেন তিনি। ১ ঘণ্টারও বেশি সময় ধরে আড্ডা হয়েছে তাদের।

শোবিজের তারকা ও বিশিষ্ট ব্যক্তিরা নিজেদের প্রিয় গান, সংগীতশিল্পী ও তাদের জীবনে সংগীত কতটা প্রভাব ফেলেছে সেইসব শেয়ার করছেন জন কবিরের অনুষ্ঠানে। এবারও ব্যতিক্রম হয়নি।

গত ২৯ জানুয়ারি জন কবিরের ইউটিউব চ্যানেলে পডকাস্টটি উন্মুক্ত হয়। এটি ভাগ করা হয়েছে আটটি বিষয়ের ওপর। এর মধ্যে রয়েছে ববি হাজ্জাজের প্রতিদিনের রুটিন ও লাইফস্টাইল, এই লাইফস্টাইলের সঙ্গে তার স্ত্রী রাশনা ইমাম কীভাবে মানিয়ে নেন।

ববি হাজ্জাজ দুই মেয়ের বাবা। সংগীতের মতো সৃজনশীল মাধ্যমে কাজ করতে চাইলে মেয়েদের উৎসাহ দেবেন কিনা সেটিও জানিয়েছেন জন কবিরের পডকাস্টে।

শৈশবে ববি হাজ্জাজের সংগীতপ্রেম এবং তারুণ্যে তার গান শোনার মাধ্যম নিয়ে গল্প করেছেন জন কবির। রাজনীতিবিদ ও শিক্ষাবিদ ববি হাজ্জাজের মধ্যে মিল-অমিল এবং শিক্ষকতা নিয়ে ববি হাজ্জাজের ভাবনা জেনে নিয়েছেন তিনি।

ববি হাজ্জাজ ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘বিশ্বের সব জায়গায় পডকাস্ট বেশ জনপ্রিয়। আমার ব্যক্তিগতভাবে গল্প করা ভালো লাগে। আমি একজন রাজনীতিবিদ, আমাদের কাজই জনগণের সঙ্গে কথা বলা, গল্প করা। তাই গল্প করতে ভালো লাগে। জন কবিরের কাছ থেকে পডকাস্টে অংশ নেওয়ার প্রস্তাব পেয়ে সময় দিলাম। তার সঙ্গে আমার এর আগে পরিচয় ছিল না। তবে আড্ডাটা বেশ উপভোগ করেছি।

আগামীতে নিজে পডকাস্ট করবেন কিনা জানতে চাইলে ববি হাজ্জাজ ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘সুযোগ এলে নিজেই পডকাস্ট করতে চাই। বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তাদের জীবন ও ভাবনা জানতে আমার ভালো লাগবে। কিন্তু সেই সুযোগ আসার সম্ভাবনা কম।’