কেএমপি’তে কনস্টেবল ও নায়েকদের “দক্ষতা উন্নয়ন কোর্স” প্রশিক্ষণ ০৮ তম ব্যাচের শুভ উদ্বোধণ
- আপডেট টাইম : ১১:১০:০২ পূর্বাহ্ণ, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
- / ১৩৪ ৫০০০.০ বার পাঠক
অদ্য ১৯ নভেম্বর ২০২২ খ্রিঃ, ০৪ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ সকাল ১০.০৫ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সের প্রশিক্ষণ ভেন্যুতে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরার আয়োজনে এক সপ্তাহ মেয়াদী কনস্টেবল ও নায়েকদের “দক্ষতা উন্নয়ন কোর্স” প্রশিক্ষণ ০৮ তম ব্যাচের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
কেএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম “দক্ষতা উন্নয়ন কোর্স” প্রশিক্ষণ ০৮ তম ব্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) জনাব ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সোয়াট) জনাব মোঃ মারুফাত হুসাইন; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ফোর্স) জনাব শেখ ইমরান; সহকারী পুলিশ কমিশনার (আর ও) জনাব মোঃ আজম খান-সহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ।