বাঘায় কমিউনিটি পুলিশিং ডে’২২ উদযাপন

- আপডেট টাইম : ১২:১৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ২২১ ১৫০০০.০ বার পাঠক
কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র,শান্তি শৃঙ্খলা সর্বত্র’’ এ শ্লোগান সামনে রেখে বাঘায় কমিউনিটি পুলিশিং ডে’২০২২ এর আলোচনা সভায় বক্তারা বলেছেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশের কাজে জনগনের আস্থা,অংশগ্রহন, সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধি পেয়েছে। জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির ফলে মাদক,জঙ্গি,নারি নির্যাতনসহ অপরাধ প্রতিরোধে অত্যান্ত কার্যকর ভুমিকা পালন করছে।
শনিবার (২৯-১০-২২) সকালে বাঘা থানার আয়োজনে,র্যালি শেষে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহন করেন,রাজনৈতিক,সামাজিক,জনপ্রতিনিধিরা। এর আগে অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বেলুন উঠিয়ে কমিউনিটি পুলিশিং ডে’২০২২ এর উদ্বোধন ঘোষনা করেন।
ওসি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও পূঁজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে,সাধারন সম্পাদক আব্দুল হালিম মোল্লা (অবসরপ্রাপ্ত শিক্ষক),আ’লীগ নেতা অধ্যক্ষ নছিম উদ্দীন,ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, ছাত্রলীগ নেতা সোহানুর রহমান,জাহিদুল ইসলাম,বাঘা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নুরুজ্জামান । অনুষ্ঠান সঞ্চালনা করেন ওসি (তদন্ত) আব্দুল করিম। ##