গরীবের চোখের মনি একজন মানবিক শিহাব
- আপডেট টাইম : ১২:০০:৪১ অপরাহ্ণ, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ১৫৫ ৫০০০.০ বার পাঠক
“মশিউর রহমান শিহাব” নামটি বরগুনা-১ আসনের সকল শ্রেনী পেশার মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসার নাম। গরিব শ্রেণীর কাছে তিনি মানবতার ফেরিওয়ালা, মধ্যবিত্তের কাছে নিঃশব্দে পিছনে থেকে অকৃত্রিম একজন উপকারীর নাম। বলছি বরগুনা সদর উপজেলার ৩নং ফুলঝুড়ি ইউনিয়নের রোডপাড়া গ্রামের কৃতিসন্তান ও একজন সফল রাজনৈতিক নেতার কথা। তিনি একাধারে একজন সফল শিল্প উদ্যোক্তা ও তৃণমূল থেকে উঠে আসা একজন সফল রাজনীতিবিদ।
ছাত্র জীবন থেকেই তিনি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে বাংলাদেশ ছাত্রলীগ সংগঠনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে পদার্পণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালীন সময়ে বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। বিরোধী দল ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি একাধিকবার জেল জুলুমের শিকারও হয়েছেন। মশিউর রহমান শিহাবের এই ত্যাগের ফলশ্রুতিতে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় উপ কমিটির সহসম্পাদক মনোনিত করেছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীর বিদেশ সফরকালীন সময়েও একাধিকবার হয়েছেন সফর সঙ্গী। বর্তমানে তিনি বরগুনা জেলা আওয়ামিলীগের একজন অন্যতম সদস্য। এস এম মশিউর রহমান শিহাবের শিল্প কারখানা ঢাকায় থাকলেও বছরের বেশির ভাগ সময়েই তিনি বরগুনায় থেকে বরগুনার সকল শ্রেণির মানুষের পাশে থেকে তাদের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করতে ব্যস্ত থাকেন। ঈদ-উল- ফিতর, ঈদ-উল- আযহা কিংবা পুজা পার্বনে তিনি বরগুনা -১ আসনের মানুষকে লক্ষ লক্ষ টাকার সাহায্য করে থাকেন। তার ব্যবসায়ের লাভের বেশিরভাগই ব্যায় করেন বরগুনা-১ আসনের জনগণের কল্যানে। এসএম মশিউর রহমান শিহাব বরগুনার মানুষকে যে ভালবাসা দিয়েছেন তারই ফলশ্রুতিতে বরগুনার সাধারণ মানুষের ভালবাসা তাকে পৌঁছে দিয়েছে এক অন্যন্য উচ্চতায়।
সদর উপজেলার ৩ নং ফুলঝুড়ি ইউনিয়নের গিলাতলী গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা বলেন, আমাদের সংসারে অভাবের সময় আমার ছেলে ঢাকায় শিহাবের অফিসে গিয়ে সমস্যার কথা বললে সেই দিনই শিহাব তার কোম্পানিতে আমার ছেলের জন্য একটি চাকুরির ব্যবস্থা করে দেয়। এখন শিহাবের সহযোগিতায় আমরা ভালোই আছি। আল্লাহ যেন শিহাবকে অনেক দিন বাচিয়ে রাখেন। শিহাব নির্বাচন করলে আমরা শিহাবকেই ভোট দিবো।
বরগুনা পৌর শহরের কালিবাড়ি এলাকার রিক্সা চালক রাসেল বলেন, ঈদে আমার পরিবারের সদস্যদের জন্য জামা কাপড় ক্রয় করার মতন টাকা ছিলো না। শিহাব ভাই ঈদে আমার ও আমার পরিবারের জামা কাপড় দিয়েছেন।
২নং গৌরিচন্না ইউনিয়নের মনসাতলী এলাকার সুমন শীল বলেন, প্রতিবছর পূজায় শিহাব ভাই আমাদের কাপড় দিয়ে থাকেন। বরগুনার কোন নেতা আমাদের পূজায় সাহায্য করেনা শিহাব ভাই প্রতিবছর করে থাকেন। তার কথা সারাজীবন মনে রাখতে হবে নইলে ভগবানের কাছে অপরাধী হয়ে থাকবো।
এসএম মশিউর রহমান শিহাব বলেন, আমি বরগুনার মানুষকে নিয়ে ভাবি বরগুনার মানুষ ও আমাকে ভাবায় আমি পৃথিবীতে যতদিন বেঁচে আছি বরগুনার গরীব দুঃখী, নির্যাতিত নিষ্পেষিত শোষণে দগ্ধ মানুষের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ।