পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ
- আপডেট টাইম : ০৫:২১:৩১ অপরাহ্ণ, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
- / ১৭৩ ৫০০০.০ বার পাঠক
শনিবার রাত ৮টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সমনে রেখে স্বাধীনতা বিরোধী বিএনপি-জামাত চক্র রাঙ্গাবালীর রাজনীতিকে ঘোলা করতে চাচ্ছে।
আওয়ামীলীগের জনপ্রিয়তা নষ্ট করার লক্ষ্যে দলের এমপি এবং দলের ক্লিন ইমেজের নেতাদের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় স্থানীয় বিএনপি নেতাদের মিথ্যা বক্তব্যের ওপর ভিত্তি করে গত কয়েকদিন আগে একটি বেসরকারি টিভির ফেসবুক পেজে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। যেখানে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিববুর রহমান মহিব ও রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন খানকে জড়ানো হয়েছে।
মূলত এমপি মহোদয় নির্বাচিত হওয়ার পর থেকে তিনি সভা-সমাবেশ করে নদী ও খাল উন্মুক্ত থাকার ব্যাপারে বলে যাচ্ছেন।
তিনি বলেছেন, অবৈধভাবে কেউ কোন খাল, নদী ও চর দখল করতে পারবে না। নদী-সমুদ্র সবার, জাল যার জল তার। এই নীতি অদ্যবধি চলে আসছে। সংবাদের মধ্যে নদী লিজ দেয়ার ব্যাপারে যে বিষয়টি বলা হয়েছে, সেটি সঠিক নয়, আসলে সরকারী-বিধি অনুযায়ী নদী ও খাল লিজ দেয়ার কোন সুযোগ নেই।
কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে বিএনপি-জামাতসহ একটি কুচক্রীয় মহল পটুয়াখালী-৪ আসনের সাংসদ ক্লিন ইমেজের মানুষ অধ্যক্ষ মহিবুর রহমান মহিব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন খানের জনপ্রিয়তা হ্রাস ও বিতর্কিত করার লক্ষ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন গুজব চালিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নুর আলম ফকু, দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দিলীপ দাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস.আলম, ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শিবলী প্রমুখ।