সংবাদ শিরোনাম ::
খুলনা সিটির শিববাড়ীতে-অবৈধ ষ্ঠান্ডের কারনে-যানজট
দৈনিক সময়ের কন্ঠ অনুসন্ধান রিপোর্ট
- আপডেট টাইম : ১০:৫৭:৫৯ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
- / ১৫৯ ৫০০০.০ বার পাঠক
তথ্য মতে বাংলাদেশের খুলনা সিটি কর্পোরেশন এলাকার শিববাড়ী চৌরাস্তা একটি গুরুত্বপূর্ণ এলাকা।যে এলাকার চৌরাস্তা হতে-দেশের যে কোন স্হানে যাওয়া সহজ।কিন্তু ইদানিং উক্ত এলাকায়-অবৈধ মাসোহারা নিয়ে বসানো হয়েছে-সিএনজি গাড়ি-ও-অটো গাড়ির ষ্ঠান্ড।যা প্রকট যানজটের প্রধান কারন।এতে-যানবাহন-ও-যাএীদের সময় অপচয় হয় অনেক।উক্ত অবৈধ ষ্ঠান্ড-উচ্ছেদ করে-নিরবিচ্ছিন্ন যানবাহন চলাচলের সুযোগ তৈরী করে দেয়ার অনুরোধ জানান-বাংলাদেশ যানবাহন চালক কল্যাণ ফাউন্ডেশন।
আরো খবর.......