যশোরে অস্ত্র তৈরির কারখানার সন্ধ্যান, পাঁচটি অস্ত্র উদ্ধার, আটক তিন
- আপডেট টাইম : ০৫:৩৩:৫৯ পূর্বাহ্ণ, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
- / ১৪৭ ৫০০০.০ বার পাঠক
যশোর শহরের রাঙ্গামাটি গ্যারেজ মোড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে যশোর ডি বি পুলিশ।
(১৫)অক্টোবর ২০২২ ইং বৃহস্পতিবার রাতে ওই কারখানা থেকে ৫টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় কারখানা মালিক আজিজুল ইসলাম (৩০)সহ তিন জনকে আটক করা হয়েছে।
আটক আব্দল কুদ্দস, শিমুল ও আজিজুল।
আজিজুল ইসলাম বেজপাড়া এলাকার এলাহী বস্কের ছেলে। আটক অন্য দুই জনের নাম ঠিকানা এখনো পর্যন্ত পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার রাত পোনে ১০টার দিকে যশোর শহরের বারান্দী কদমতলার রাঙ্গামাটি গ্যারেজ মোড়ের নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং নামে একটি লেদে অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) বেলাল হুসাইন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিংয়ে অভিযান চালানো হচ্ছে। অভিযানে কারখানা থেকে পাঁচটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাঁচটির মধ্যে দুইটি রেডি ব্যাবহার উপযোগী ও বাকি তিনটি অসম্পন্ন রয়েছে। পাঁচটি অস্ত্র মধ্যে দুইটি ওয়ান সুটারগান ও তিনটি ৭.৬৫ (অস্ত্র)। আটক ৩ জন কে জিজ্ঞাসাবাদে নেওয়া হয়েছে,
আরো কোন অস্ত্রের কারখানা আছে কিনা।
আটককৃত দের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।