সংবাদ শিরোনাম ::
লাকসাম রেলওয়ে থানায়- মাদক উদ্ধার চলমান
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৭:২৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- / ৪১১ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট্র।।
প্রেস ইন হাউজ ২৪- বাংলাদেশ রেলওয়ে পুলিশের একটি গুরুত্বপূর্ণ থানা লাকসাম রেলওয়ে থানা- রেলওয়ে থানা পুলিশের কার্যক্রম রেলওয়ের সম্মানিত যাত্রীগণের সেবা প্রদান করা। একসময় উক্ত রুটে অজ্ঞান পার্টি, পকেটমার, ছিনতাই, বিনা টিকিটে রেলওয়ে গাড়িতে চলাচল-ছিল নিত্যদিনের ঘটনা। কিন্তু বর্তমানে সুত্র জানান-উপরোক্ত ঘটনাগুলো নেই বললেই চলে- পুলিশ বাহিনীর অভিযানে।
মাদক কারবারীদের নিশ্চিত রোড ছিল এক সময়- উক্ত রেল রুটটি। মাদক অভিযান-প্রসঙ্গে লাকসাম রেলওয়ে থানার অপারেশন অফিসার-মোঃ আব্বাস কবির চৌধুরী জানান- মাদক অভিযান চলমান। লাকসাম রেলওয়ে থানার বর্তমান ওসি- নাজিম উদ্দিন।
আরো খবর.......