ভৈরবে মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয়ে শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন
- আপডেট টাইম : ১১:৫৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৭৯ ৫০০০.০ বার পাঠক
দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ।
কিশোরগঞ্জের ভৈরবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৬তম জম্মদিন উপলক্ষে বুধবার (২৮সেপ্টেম্বর)সকালে মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয়ের পাঙ্গনে ভৈরব উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে দোয়া মাহফিল শেষে কেক কেটে শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুর্শিদ মজীব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাদেক, সহকারী শিক্ষক মোহাম্মদ মোরাদ সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ,শিক্ষিকা ,ও ছাত্র ছাত্রী বৃন্দ ,অভিভাবক সদস্য মোছাদ্দেক আহমদ প্রমুখ ।
শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা‘র জ্যেষ্ঠ সন্তান এবং আওয়ামী লীগের সভাপতি তিনি।