বিএনপির জামাত-শিবি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট টাইম : ০৩:৪৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ২১৪ ১৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জের ভৈরবে দেশব্যাপী বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে বিশাল গণ জামায়েত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২০সেপ্টেম্বর) বিকালে ঢাকা সিলেট মহাসড়কে নিউটন মোড়ে এ বিশাল গণ জামায়েত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির
বক্তব্যে বাংলাদেশ বিসিবির সভাপতি কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপন বলেছেন দেশের জন্য যারা রাজনীতি করে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে। আর যারা দেশের স্বাীনতাকে অস্বীকার করে, তারাই বঙ্গবন্ধুকে সহ পরিবারে হত্যা করেছে। এখনো সময় আছে দেশকে ভালোবাসেন বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশকে মানতে হবে, বঙ্গবন্ধুকে মানতে হবে।
উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হাসান পাপনে সহধর্মিণী রোকসানা হাসান, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ সহ আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতা কর্মী প্রমুখ।