সংবাদ শিরোনাম ::
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় তলা ফেটে একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। তবে এ ঘটনায় ছয় জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে
মোঃ আসাদুজ্জামান প্রতিনিধি রাঙ্গাবালী।।
- আপডেট টাইম : ০৪:০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১৯৮ ৫০০০.০ বার পাঠক
আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার তুফানিয়া চর সংলগ্ন সাগরে এ দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়া ট্রলারের মালিক জাফর মাঝি জানান, তুফানিয়া চরের কাছাকাছি সাগরে সোমবার থেকে তারা মাছ শিকার করছিলেন। মঙ্গলবার সকালে হঠাৎ বড় বড় ঢেউয়ের তোড়ে ট্রলারের তলা ফেটে ভেতরে পানি ঢুকে যায়। পরে আশপাশের জেলেরা এসে ডুবতে থাকা ট্রলার থেকে তাদের উদ্ধার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় ট্রলার ডুবে যাওয়া ছাড়া তেমন কোনো ক্ষতি হয়নি। তিনিসহ অন্য জেলেরা সুস্থ রয়েছেন। তাদের নিরাপদে তীরে আনা হচ্ছে।
এদিকে ডুবে যাওয়া ট্রলারটিকে অন্য ট্রলার দিয়ে উদ্ধার করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আরো খবর.......