মামলা তুলে নেওয়ার হুমকি দিলেন কাউন্সিলর সাইজু উদ্দিন মোল্লা।
- আপডেট টাইম : ০৫:৫৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ২২৮ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর মহানগর কাশিমপুর থানার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লা এবং এর ভাই ইদ্রিস মোল্লা মামলা তুলে নেওয়ার হুমকি দিলেন এমন অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলছিল ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইজুদ্দিন মোল্লা এবং তার ভাই ইদ্রিস মোল্লার সাথে । এই জমিজমা নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও বিবাদীগন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছিল তারই ধারাবাহিকতায় গত
১৫/০৯/২০২২ ইং তারিখে বিজ্ঞ আদালত হাজিরা দিয়ে আসার সময় সুরাবাড়ী বাদীর বাড়ীর সামনে আসামাত্র ৩ঃ৩০ মিনিটের দিকে বিবাদীগনের সাথে আরও ৫/৬ জন অচেনা লোক আমাকে হুমকি ধামকি দিয়ে বলেন, মামলা তুলে নিতে আর যদি মামলা তুলে না নেই তাহলে যে কোনো সময় আমাকে মেরে গুম করার হুমকি দিয়ে চলে যান এমনটাই বললেন বাদী আবদুল মালেক।তিনি আরও বলেন
২০০৩ ইং সালে এডভোকেট আতিকুর রহমানকে প্রতিহিংসা করে যেভাবে হত্যা করেছি ঠিক সেই অবস্থা তোমার হবে এই বলে
আমাকে যে কোন সময় মেরে ফেলে দিতে পারে এই কাউন্সিলর সাইজ উদ্দিন মোল্লা এবং তার ভাই ইদ্রিস মোল্লা তাই নিজের জীবনের নিরাপত্তা চেয়ে কাশিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সঠিক তদন্ত করে যেন আমার সঠিক বিচার পাইয়ে দেয় এমনটাই আশা করছেন।