রংপুরের গংগাচড়ায় বিএনপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেল অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৮:২৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪ ৫০০০.০ বার পাঠক
জ্বালানী তেল, গ্যাস ও নিত্যপন্যের মুল্য বৃদ্ধি ও ভোলা এবং নারায়নগঞ্জে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতাকে বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রঘোশীত কর্মসূচির অংশ হিসাবে রংপুর গংগাচড়া উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হওয়ার পুর্বে গংগাচড়া থানা পুলিশ বিএনপি নেতাকর্মীদের উপর অতর্কিত গুলি, টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়লে ঘটনা স্থানে প্রায় ৫০-৬০ জন নেতা কর্মী আহত হন।তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উক্ত ঘটনার প্রতিবাদে অদ্য ১৬ সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় রংপুর জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বি এন পির অহ্বায়ক সাইফুল ইসলাম,রংপুর জেলা বি এন পির সদস্য সচিব আনিসুর রহমান লাকু, রংপুর জেলা বি এন পির সদস্য আফছার আলী, মাহমুদ উন নবী চৌধুরী পলাশ, মোতাহারুল হক নিক্সন পাইকাড়, অধ্যাপক সাজেদুর রহমান রানা,এমদাদুল হক ভরসা,জেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মঈন খাঁন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।