কালিয়াকৈরে মিথ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে শারিরিক সম্পর্ক,থানায় অভিযোগ দায়ের
- আপডেট টাইম : ০২:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ১৭৬ ৫০০০.০ বার পাঠক
কালিয়াকৈরের সফিপুরের বিশ্বাসপাড়ায় আকবর আলীর বাড়ীর ভাড়াটিয়া সুমাইয়া আক্তারকে (২০)বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষনের অভিযোগ দায়ের করা হয়েছে।গার্মেন্টস কর্মী সুমাইয়ার গ্রামের বাড়ী সিরাজগন্জের কাজীপুর উপজেলার গান্দাইল গ্রামে।
সুমাইয়া অভিযোগপত্রে উল্লেখ করেন মাসুম খান(৩৫) পিতা মোঃ মোছলেম আলী খান, গ্রামের বাড়ী টাঙ্গাইল জেলার দেলদোয়ার থানার বারাইখালী গ্রামে।বর্তমানে কালিয়াকৈরের হিজলহাটি এলাকার আবু বক্করের বাড়ীর ভাড়াটিয়া।তার সঙ্গে ফোনে পরিচয়,ধীরে,ধীরে প্রেমের সম্পর্ক অতঃপর বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষন করে।বিয়ের জন্য চাপ দিলে বিভিন্ন তাল বাহানা শুরু করে। এব্যাপারে সামাজিকভাবেও কোন সুরাহা না পেয়ে বাধ্য হয়েই সুমাইয়া আক্তার ১০/০৯/২০২২ তারিখে স্বশরীরে হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।কালিয়াকৈর থানার ওসি তদন্ত আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।