ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

- আপডেট টাইম : ০৭:০৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / ১ ১৫০.০০০ বার পাঠক
পাবনার ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে প্রেরণ করা হয়। এর আগে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে মন্ডতোষ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ- প্রচার সম্পাদক ও মন্ডতোষ ইউনিয়ন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা গেছে , আওলাদ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন । পরবর্তীতে তিনি উপজেলা যুবলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বেশ কিছু দিন ধরে তিনি শিক্ষকতা পেশার আড়ালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে এলাকায় সুসংগঠিত করতে গোপনে কাজ করে আসছিলেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,গ্রেপ্তারকৃত উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ মামলার এজাহারভুক্ত আসামি। রবিরার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।