বরগুনায় ডিবির অভিযানে আটক-১” ইয়াবা উদ্ধার
- আপডেট টাইম : ০১:৫২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১৮১ ৫০০০.০ বার পাঠক
বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গতকাল বুধবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০ টায় পদ্মা এলাকার মৃত রহমান মুন্সীর ছেলে বাতেন (৩৬) কে ৫০ পিচ ইয়াবাসহ আটক করেছেন বরগুনা জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি ডিবি) মোঃ শহিদুল ইসলাম মিলন বলেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০ টার দিকে ৫০ পিস ইয়াবাসহ বাতেন নামের একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের সদস্যরা।
তিনি আরও জানান, ইতিপূর্বেও আমি সহ আমার টিম একটি অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছি। এছাড়াও আরও অনেককে মাদকসহ আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
বরগুনার নবাগত পুলিশ সুপার মোঃ আব্দুস সালাম স্যারের দিকনির্দেশনায় মাদকের উপর জিরো টলারেন্স, কোন মাদক ব্যবসায়ী ও সেবনকারী আইনের চোখ ফাঁকি দিতে পারবে না। তাই সকলের সহযোগিতায় বরগুনা জেলাকে মাদকমুক্ত করে গড়ে তুলবার চেষ্টা অব্যহত রয়েছে।