সংবাদ প্রকাশ এর পর অবৈধ সংযোগের বিরুদ্ধে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস এ-র অভিযান চালিয়ে সিলগালার
- আপডেট টাইম : ০৪:৩৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১৫১ ৫০০০.০ বার পাঠক
থেমে নেই নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া” শিরোনামে গত ২৯শে আগস্ট জাতীয় দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার প্রথম পাতায় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর নারায়ণগঞ্জের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় আজ তিতাস গ্যাস নারায়ণগঞ্জ শাখা নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি হাজরা মার্কেট এলাকায় তিতাস গ্যাস অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করে।অভিযানে তিনটি কারখানাকে সিলগালা ও একটি মশার কয়েল কারখানা দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিন জেল,এবং সেই সকল কারখানাগুলোর অবৈধ গ্যাসংযোগ বিচ্ছিন্ন করে তিতাস । এরমধ্যে তিনটি কারখানাকে সিলগালা, সোনালী ব্যান্ডের মশার কয়েল কারখানাকে দুই লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিন জেল এবং একটি খানাডুলি (রেক) কারখানার গ্যাসের সংযোগ বিছিন্ন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান এর নেতৃত্বে আজ বুধবার (৩১ আগস্ট ) সকাল থেকে বিকাল পর্যন্ত মিজমিজি হাজেরা মার্কেট এলাকায় অভিযান চালানো হয়।
এবিষয়ে প্রকৌশলী মোহাম্মদ সাকির আহমেদ বলেন, এই কারখানা গুলো দীর্ঘদিন থেকে অবৈধভাবে গ্যাস সংযোগ লাগিয়ে ব্যবহার করে আসছে,অবৈধ গ্যাস সংযোগ থাকায় তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাস এ-র অভিযান চলমান থাকবে। সিরামিক, ডাইং, মশার কয়েল কারখানা ও খানাডুলি (স্টিলের রেক)সহ মোট ৫টি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে দুই লক্ষ টাকা নগদ অর্থ জরিমানা করা হয়।অভিযানে আরো উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের নারায়ণগঞ্জ শাখার উপব্যবস্থাপক(ডিজিএম) মামুনুর রশীদ,এবং নারায়ণগঞ্জ তিতাস গ্যাস শাখার প্রকৌশলী মোহাম্মদ সাকির আহামেদ,
টেকনিশিয়ান মোঃ শরিফ হোসেন,সামসুউদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।