সাংবাদিক রায়হান মুহাম্মদ শামীমের ছোট কাকা মোহাম্মদ মহসিন আর নেই
- আপডেট টাইম : ০৭:১৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ৩৯৯ ৫০০০.০ বার পাঠক
মানিকগঞ্জ জেলার মানিক ও কৃতী সন্তান সদর উপজেলার মেঘশিমুল গ্রামের ধলেশ্বরী নদী পাড়ের সবার প্রিয় মায়াবী মুখ সাবুর আলীর ছোট ছেলে মোহাম্মদ মহসীন মারা গেছেন (ইন্নালিল্লাহে- রাজেউন)। তিনি ৩০ আগস্ট দুপুর ২ টায় রাজধানীর স্বনামধন্য একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, শিল্প-সংস্কৃতিমনা মোহাম্মদ মহসীন ছিলেন কলাম লেখক। দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে। তিনি বিশ্ব সাহিত্য কেন্দ্র ও প্রথম আলো বন্ধু সভার কেন্দ্রীয় সদস্য। তিনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়্যিদের অনুপ্রেরণায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রচার প্রচারণায় নিজেকে ব্যস্ত রেখেছিলেন। মানিকগঞ্জ জেলার কৃতি সন্তান ধলেশ্বরী নদী পাড়ের মায়াবী মুখ মোহাম্মদ মহসীনের বড় ভাইয়ের ছেলে সাংবাদিক রায়হান মুহাম্মদ শামীম।
মৃত্যুকালে স্ত্রী, ছেলে-মেয়ে বহু আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।