ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা দেবিদ্বার থানার বাগুর গ্রামের প্রবাসী ইতালি আলমের স্ত্রী রোকসানা বেগমের পরকীয়ার কারণে অতিষ্ঠ এলাকাবাসী হজ্জের গুরুত্ব ও ফজিলত : দুধরচকী কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঔষধ ব্যবসাী ও সাংবাদিক ফকির আলমগীর”এর উপর প্রতিষ্ঠানে হামলার অভিযোগ টাংগাইল জেলা গোপালপুর উপজেলার চন্দ গ্রামের শাজাহান আলী মেয়ে কামরুনাহার সিমা আত্তার মনোহরদীতে মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রি করায় ঔষধ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান লায়লা ও বাব্বির মিউজিক ভিডিও প্রেম করিবো সুজন চিনে নওগাঁ আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাতি চক্রের অন্যতম সদস্য তারেক হাসান আটক রায়পুরে ভোটারদের সাথে মতবিনিময় সভা বাবাদের কে উৎসর্গ করে নাইম মুর্তজার নতুন গান খোকা পীরগন্জ সরকারি কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফুলবাড়ী সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আসা নকল সিগারেট জব্দ।। (লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাঁকি)

দিনাজপুরের ফুলবাড়ীর সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আসা ৪০ হাজার শলাকা ডারবি নকল সিগারেট জব্দ করেছেন দিনাজপুরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট উত্তর সার্কেলের প্রিভেন্টিভ টিম।

অনুসন্ধানে জানা গেছে, ১৩ আগস্ট গাজীপুর চান্দুরা থেকে বাবু (০১৭১০১৯৯৫৪৩) নামে জনৈক ব্যক্তি ৭০৮৫৮০০০০১৫০৮৮/২ সি,এন নাম্বারে দিনাজপুর ফুলবাড়ী সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বড় চার কাটুন (৮০ হাজার শলাকা) ডারবি নকর সিগারেট পাঠান। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে ব্রিটিশ অ্যামেরিকান টোবাক কোম্পানির ডিলার দিনাজপুরের মৌলভী ব্রাদার্সের কর্মরত ম্যানেজার, সুপারভাইজার গণ জানতে পেরে সাংবাদিকসহ স্থানীয় কাউন্সিলর, প্রশাসন ও থানা পুলিশকে জানায়।ওই কাটুনের প্রাপক জনৈক নূরুল ইসলাম (মোবাইল নং ০১৭৬১৫৯৪৭৯৮) বুকিংকৃত কাটুন নিতে না আসলে এক পর্যায়ে ১৭ আগস্ট(বুধবার) সন্ধায় ফুলবাড়ী থানার উপ পুলিশ পরির্দশক মোঃ মুকতাদির ওই নাম্বারে প্রাপককে মাল নিতে আসার কথা বলে কিন্তু বিষয়টি বুঝতে পেরে পরে চতুর চক্রটির কেউ না আসলে মৌলভী ব্রাদার্সের সত্তাধিকারী মোঃ শামিম কবিরের সঙ্গে কথা বলে গত ২০ আগস্ট রাতে ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ বিষয়ক টাস্কফোর্স কমিটির মেম্বার ও ক্যাব কর্মকর্তা মাসউদ রানা বিষয়টি ঢাকা কাস্টমসে জানালে ২১ আগস্ট (রবিবার) সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর কাস্টমস এর একটি প্রিভেন্টিভ টিম ফুলবাড়ী পৌরসভা এলাকায় কাজি রোড়ে অবস্হিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এসে ওই নকল সিগারেটের বড় দুটি কাটুন (৪০ হাজার শলাকা) জব্দ করে নিয়ে যায়।যার আনুমানিক মূল্য ২ লহ্ম টাকা। ৪০ হাজার শলাকায় ১ লহ্ম ৪৪ হাজার টাকা সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। কাস্টমস কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে টিমে সহকারি রাজস্ব কর্মকর্তা মোঃ শামীম হোসেন, নেফাউর রহমান, মামুন আহমেদ পরির্দশক মাসুদ রানা সঙ্গে ছিলেন।এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাব, সুজন ও জেলা ক্যাবের নির্বাহী সদস্য উপজেলা ক্যাবের সভাপতি এবং ধূমপান ও তামাক নিয়ণন্ত্রণ কমিটির মেম্বার মাসউদ রানাসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও মৌলভী ব্রাদার্সে কর্মরত প্রতিনিধিগণ। কুরিয়ার সার্ভিসের ম্যানেজার নাইম হাসান জানান, ১৬ আগস্ট রাতে সম পরিমান দুটি কাটুন জনৈক ব্যক্তি এসে নিয়ে যায়। প্রায় দুই মাস থেকে এই কাটুন গুলো আসছে। আমরা জানতাম না ভিতরে কি মাল আসছে। তবে সি,সি ফুটেজ দেখে এবং উল্লেখিত নাম্বার ট্রাক করে এই চক্রটিকে আইনের আওতায় আনা সম্ভব বলে সচেতন মহল মনে করেন।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা দেবিদ্বার থানার বাগুর গ্রামের প্রবাসী ইতালি আলমের স্ত্রী রোকসানা বেগমের পরকীয়ার কারণে অতিষ্ঠ এলাকাবাসী

ফুলবাড়ী সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আসা নকল সিগারেট জব্দ।। (লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাঁকি)

আপডেট টাইম : ০১:১৭:০৩ অপরাহ্ণ, রবিবার, ২১ আগস্ট ২০২২

দিনাজপুরের ফুলবাড়ীর সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আসা ৪০ হাজার শলাকা ডারবি নকল সিগারেট জব্দ করেছেন দিনাজপুরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট উত্তর সার্কেলের প্রিভেন্টিভ টিম।

অনুসন্ধানে জানা গেছে, ১৩ আগস্ট গাজীপুর চান্দুরা থেকে বাবু (০১৭১০১৯৯৫৪৩) নামে জনৈক ব্যক্তি ৭০৮৫৮০০০০১৫০৮৮/২ সি,এন নাম্বারে দিনাজপুর ফুলবাড়ী সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বড় চার কাটুন (৮০ হাজার শলাকা) ডারবি নকর সিগারেট পাঠান। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে ব্রিটিশ অ্যামেরিকান টোবাক কোম্পানির ডিলার দিনাজপুরের মৌলভী ব্রাদার্সের কর্মরত ম্যানেজার, সুপারভাইজার গণ জানতে পেরে সাংবাদিকসহ স্থানীয় কাউন্সিলর, প্রশাসন ও থানা পুলিশকে জানায়।ওই কাটুনের প্রাপক জনৈক নূরুল ইসলাম (মোবাইল নং ০১৭৬১৫৯৪৭৯৮) বুকিংকৃত কাটুন নিতে না আসলে এক পর্যায়ে ১৭ আগস্ট(বুধবার) সন্ধায় ফুলবাড়ী থানার উপ পুলিশ পরির্দশক মোঃ মুকতাদির ওই নাম্বারে প্রাপককে মাল নিতে আসার কথা বলে কিন্তু বিষয়টি বুঝতে পেরে পরে চতুর চক্রটির কেউ না আসলে মৌলভী ব্রাদার্সের সত্তাধিকারী মোঃ শামিম কবিরের সঙ্গে কথা বলে গত ২০ আগস্ট রাতে ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ বিষয়ক টাস্কফোর্স কমিটির মেম্বার ও ক্যাব কর্মকর্তা মাসউদ রানা বিষয়টি ঢাকা কাস্টমসে জানালে ২১ আগস্ট (রবিবার) সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর কাস্টমস এর একটি প্রিভেন্টিভ টিম ফুলবাড়ী পৌরসভা এলাকায় কাজি রোড়ে অবস্হিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এসে ওই নকল সিগারেটের বড় দুটি কাটুন (৪০ হাজার শলাকা) জব্দ করে নিয়ে যায়।যার আনুমানিক মূল্য ২ লহ্ম টাকা। ৪০ হাজার শলাকায় ১ লহ্ম ৪৪ হাজার টাকা সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। কাস্টমস কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে টিমে সহকারি রাজস্ব কর্মকর্তা মোঃ শামীম হোসেন, নেফাউর রহমান, মামুন আহমেদ পরির্দশক মাসুদ রানা সঙ্গে ছিলেন।এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাব, সুজন ও জেলা ক্যাবের নির্বাহী সদস্য উপজেলা ক্যাবের সভাপতি এবং ধূমপান ও তামাক নিয়ণন্ত্রণ কমিটির মেম্বার মাসউদ রানাসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও মৌলভী ব্রাদার্সে কর্মরত প্রতিনিধিগণ। কুরিয়ার সার্ভিসের ম্যানেজার নাইম হাসান জানান, ১৬ আগস্ট রাতে সম পরিমান দুটি কাটুন জনৈক ব্যক্তি এসে নিয়ে যায়। প্রায় দুই মাস থেকে এই কাটুন গুলো আসছে। আমরা জানতাম না ভিতরে কি মাল আসছে। তবে সি,সি ফুটেজ দেখে এবং উল্লেখিত নাম্বার ট্রাক করে এই চক্রটিকে আইনের আওতায় আনা সম্ভব বলে সচেতন মহল মনে করেন।