ঢাকা বিভাগের বিভিন্ন জায়গায় দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভূমি জরিপ রেকর্ড এর কাজ
- আপডেট টাইম : ০৯:১৭:৫৪ পূর্বাহ্ণ, বুধবার, ১০ আগস্ট ২০২২
- / ২৭৮ ৫০০০.০ বার পাঠক
ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় জনগণের দোরগোড়ায় পৌছে দিয়েছেন ডিজিটাল ভূমি রেকর্ড ও জরিপ এর কাজ,সকাল থেকে সন্ধা পর্যন্ত সার্ভেয়ার গন ও ভূমি কর্মচারী কর্মকর্তাগন জনগনের সকল প্রকার সুবিধা দিয়ে এ জরিপ এর কাজ করছেন,স্থানীয় জনসাধারণ বলেন আমরা এমন সেবা পেয়ে খুঁশি,বিভিন্ন জেলায় স্ব স্ব ইউনিয়নে এসে সরজমিনে তদন্ত পর্যবেক্ষন পূর্বক জরিপ করেই সিদ্ধান্ত দিচ্ছেন সার্ভেয়ার গন,সার্ভেয়ার গন বলেন সরকারের নির্দ্বেশ অনুযায়ী গ্রাহক গনদের উদ্দেশ্য আমরা বিভিন্ন প্রজ্ঞাপন টাঙানো ও মাইকিং করে জানান দিয়েছি,এতদ্বারা ঢাকা বিভাগীয় জেলার বিভিন্ন মৌজার সম্মানিত ভূমি মালিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে (১৯৫০) সালের রাষ্ট্র ও প্রজাস্বত্ব আইনের (১৪৪) ধারা এবং (১৯৫৫) সালের প্রজাস্বত্ব বিধিমালার (২৭) বিধি মোতাবেক ভূমি মালিক গনকে সরেজমিনে উপস্থিত হয়ে জরিপ কর্মচারী কর্মকর্তাগন এর নিকট স্বপক্ষে কাগজপত্র প্রদর্শন পূর্বক রেকর্ড করানোর জন্য অনুরোধ রহিলো।কোনো প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই জরিপ এর কাজ করতে পারছেন,ভূমি মালিকগন সকল প্রকার কাগজপত্র নিয়ে হাজির হয়ে কাজ করাচ্ছেন,যাদের কাগজপত্রে সমস্যা তাদের কে করনীয় শীর্ষক বিভিন্ন ভাবে সহায়তা দিচ্ছেন জরিপ কারক এরা,সব মিলিয়ে সরকারের এমন ডিজিটাল জরিপ করা কে সাধুবাদ জানিয়েছেন ঢাকা বিভাগীয় জন সাধারণ ভূমি মালীকগন।