আত্রাই পুলিশের অভিজানে সাত জন আসামি গ্রেফতার।

- আপডেট টাইম : ১২:৩৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
- / ১৮০ ৫০০০.০ বার পাঠক
নওগাঁ আত্রাইয়ে ভিন্ন ভিন্ন মামলায় সাত জন আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ। মাদক মামলার ৩জন, নিয়মিত মামলার ২ জন ও ওয়ারেন্ট মূলে ২ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন
মাদক মামলায় মোঃ শাওন হোসাইন(২২) পিতা মুকুল হোসেন,মোঃ আশিক আলী(২১) পিতা হাবিবুর রহমান উভয় সাং শিমুলিয়া দ্বয়কে এবং মোঃ সাজু খামারু (৪৪) পিতা মৃত মোবারক খামারু সাং সাহাগোলা কে গাজা সহ গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে মারামারি মামলায় গ্রেফতারকৃতরা হলেন মোঃ রেজাউল,(৩২)মোঃ ইসহাক(৪০) উভয়েই পিতা মৃত আসেক আলি সাং বরাইকুরি। মোঃ আজিদুল ইসলাম(৫২) পিতা মৃত ইব্রাহিম আলী ,মোছাঃ আরজিনা বিবি (৪৭) সামী আজিদুল সাং গোয়ালবাড়ীয়া দ্বয়কে ওয়ারেন্ট মুলে গ্রেফতার করা হয়।
আত্রাই থানা অফিসার ইনচার্জ মো:তারেকুর রহমান বলেন বিভিন্ন স্থান হতে মাদক মামলার ৩জন, নিয়মিত মামলার ২ জন ও ওয়ারেন্ট মূলে ২ জন মোট ০৭ জন আসামি গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইল।