ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের বিশুদ্ধানন্দ – শুভানন্দ অডিটোরিয়াম অনুষ্ঠিত ২০২৫ সাজেকে আগুন ছড়িয়ে পড়েছে একাধিক কটেজ ও রেস্টুরেন্টে রমজানে সরকারি অফিসের সময়সূচি ঘোষণা মুসলিম ‘গণহত্যা’র জন্য ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী সাবেক আইজিপিসহ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার এবার বিপ্লব কুমার সরকার ও মেহেদি হাসান বরখাস্ত ছাত্রীনিবাস থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয় সংঘর্ষ। আহত অর্ধ শতাধিক টঙ্গীতে ডেভিল হান্ট এর অভিযানে আ.লীগের নেত্রী ও তার পাঁচ সহযোগীকে ১৭৫১ পিস ফেনসিডিলসহ গ্রেফতার পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের উপজেলা পরিষদ সংলগ্ন মদিনা প্যালেস নামের একটি ভবনের ৫ টি ফ্লাটে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে

কাশিমপুর বড় ভাইয়ের সন্রাসীর হামলায় হাসপাতালে ছোট ভাই

নিজস্ব প্রতিনিধি গোলাপি আক্তার তিশা
  • আপডেট টাইম : ১১:৫৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
  • / ৩৪৫ ৫০০০.০ বার পাঠক

কাশিমপুর জিরানি বাজার নবী টেক্সটাইল এলাকায় আপন ছোট ভাইয়ের ক্রয়কৃত জমি ও দোকান থেকে জোরপূর্বক ভাড়া উত্তোলন সহ দখলে নেওয়ার পায়তারার অভিযোগ উঠেছে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে।

এঘটনায় আমজাদ হোসেন বাঁধা প্রদান করলে শফিকুল ইসলাম স্বপন,(৫০) পিতা মৃত হেলাল উদ্দিন প্রামাণিক, মাতা সাহেরা বেগম ২,মোঃ পিন্টু (৩০), পিতা শফিকুল ইসলাম, মাতা হাবিবা বেগম ও মোঃ রিদয় হোসেন (২৫) সর্ব সাং- পূর্ব কলতাসুতি নবী টেক্সটাইল ১ নং ওয়ার্ড কাশিমপুর গাজীপুর লাঠি রড সহ দেশীয় অস্ত্র সস্র নিয়ে হামলা চালায় এতে

মোঃ আমজাদ হোসেন (৪২) পিতা মৃত হেলাল উদ্দিন প্রামাণিক, মাতা মৃত সাহেরা বেগম, সাং কলতাসুতি পশ্চিমপাড়া আশুলিয়া ঢাকা গুরুতর আহত হয় বর্তমানে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হসপিটালের ভর্তি আছে।

খোঁজ নিয়ে জানা যায় আমজাদ হোসেন ও প্রবাসী আওলাদ হোসেন খাঁনের ক্রয়কৃত কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল মৌজায় নবী টেক্সটাইল সাকিনে এসএ- ৮৪ নং. আরএস -৪১নং খতিয়ানভুক্ত এসএ -৩৯ নং আরএস-৬৮ নং দাগে ১৭ শতাংশ ইহার কাতে ৮,৫০ শতাংশ জমি সহ ৮ টি দোকান ঘর ক্রয় করিয়া ঘর ভাড়া দিয়ে শান্তি পূর্ণভাবে ভোগদখল করে আসছিলো। সেই জমি দখলে নেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ পায়তারা চালিয়ে যাচ্ছে স্বপন গং।

মোঃ আমজাদ হোসেন বলেন শফিকুল ইসলাম স্বপন দীর্ঘদিন যাবৎ এই জমি দখলে নেওয়ার জন্য আমার উপর একাধিক বার হামলা চালিয়েছে।
আজ ৩ আগস্ট মঙ্গলবার সকালে ১২ টার দিকে আমার উপর আবারও হামলা চালায়, ,
আমার বড় ভাই হলে কি হবে সে একাধিক বিবাহ করা সহ এলাকায় এমন কোন অপরাধ নাই সে করে না।
আমার ক্রয়কৃত জমি নিজের দাবি করে উক্ত জমিতে থাকা দোকান পাট থেকে ভাড়া উত্তোলন ও জমি দখলের পায়তারা করছে। আমি বাঁধা প্রধান করিলে ভূমিদস্যু শরিফুল ইসলাম স্বপন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার উপর হামলা চালায় ও মারধর করে।

আমি এবিষয়ে ঢাকার সি এম এম কোডে আমার জীবনের নিরাপত্তার সার্থে গত ২ আগস্ট সাত ধারায় একটি মামলা দায়ের করি এবং এবিষয়ে গণকন্ঠ পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়, এর জের ধরে স্বপন গং আমার উপর হামলা চালায়। আমি এর আগে আশুলিয়া থানায় একটি সাধারণ ডাইরি ও কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করি।

এলাকাবাসী জানান, শফিকুল ইসলাম স্বপন
,জিরানি নবী টেক্সটাইলে সাথী ফ্যশান সাথে নিজ বাড়িতে প্রতিদিন জুয়ার আসর বসিয়ে ও, রমরমা দেহ ব্যবসা,মাদক সেবন ও মাদক ব্যবসা সহ হাইওয়য়ে ফুটপাত দখল করে প্রায় শতাধিক দোকান বসিয়ে প্রতিমাসে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা ।
তার ছেলেকে দিয়ে করানো হয় ছিনতাই এবিষয়ে কাশিমপুর থানায় তার বিরুদ্ধেও রয়েছে একাধিক অভিযোগ।

শফিকুল ইসলাম স্বপন একজন খারাপ প্রকৃতির লোক স্থানীয় প্রশাসন এবিষয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদী সচেতন মহল।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কাশিমপুর বড় ভাইয়ের সন্রাসীর হামলায় হাসপাতালে ছোট ভাই

আপডেট টাইম : ১১:৫৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২

কাশিমপুর জিরানি বাজার নবী টেক্সটাইল এলাকায় আপন ছোট ভাইয়ের ক্রয়কৃত জমি ও দোকান থেকে জোরপূর্বক ভাড়া উত্তোলন সহ দখলে নেওয়ার পায়তারার অভিযোগ উঠেছে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে।

এঘটনায় আমজাদ হোসেন বাঁধা প্রদান করলে শফিকুল ইসলাম স্বপন,(৫০) পিতা মৃত হেলাল উদ্দিন প্রামাণিক, মাতা সাহেরা বেগম ২,মোঃ পিন্টু (৩০), পিতা শফিকুল ইসলাম, মাতা হাবিবা বেগম ও মোঃ রিদয় হোসেন (২৫) সর্ব সাং- পূর্ব কলতাসুতি নবী টেক্সটাইল ১ নং ওয়ার্ড কাশিমপুর গাজীপুর লাঠি রড সহ দেশীয় অস্ত্র সস্র নিয়ে হামলা চালায় এতে

মোঃ আমজাদ হোসেন (৪২) পিতা মৃত হেলাল উদ্দিন প্রামাণিক, মাতা মৃত সাহেরা বেগম, সাং কলতাসুতি পশ্চিমপাড়া আশুলিয়া ঢাকা গুরুতর আহত হয় বর্তমানে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হসপিটালের ভর্তি আছে।

খোঁজ নিয়ে জানা যায় আমজাদ হোসেন ও প্রবাসী আওলাদ হোসেন খাঁনের ক্রয়কৃত কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল মৌজায় নবী টেক্সটাইল সাকিনে এসএ- ৮৪ নং. আরএস -৪১নং খতিয়ানভুক্ত এসএ -৩৯ নং আরএস-৬৮ নং দাগে ১৭ শতাংশ ইহার কাতে ৮,৫০ শতাংশ জমি সহ ৮ টি দোকান ঘর ক্রয় করিয়া ঘর ভাড়া দিয়ে শান্তি পূর্ণভাবে ভোগদখল করে আসছিলো। সেই জমি দখলে নেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ পায়তারা চালিয়ে যাচ্ছে স্বপন গং।

মোঃ আমজাদ হোসেন বলেন শফিকুল ইসলাম স্বপন দীর্ঘদিন যাবৎ এই জমি দখলে নেওয়ার জন্য আমার উপর একাধিক বার হামলা চালিয়েছে।
আজ ৩ আগস্ট মঙ্গলবার সকালে ১২ টার দিকে আমার উপর আবারও হামলা চালায়, ,
আমার বড় ভাই হলে কি হবে সে একাধিক বিবাহ করা সহ এলাকায় এমন কোন অপরাধ নাই সে করে না।
আমার ক্রয়কৃত জমি নিজের দাবি করে উক্ত জমিতে থাকা দোকান পাট থেকে ভাড়া উত্তোলন ও জমি দখলের পায়তারা করছে। আমি বাঁধা প্রধান করিলে ভূমিদস্যু শরিফুল ইসলাম স্বপন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার উপর হামলা চালায় ও মারধর করে।

আমি এবিষয়ে ঢাকার সি এম এম কোডে আমার জীবনের নিরাপত্তার সার্থে গত ২ আগস্ট সাত ধারায় একটি মামলা দায়ের করি এবং এবিষয়ে গণকন্ঠ পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়, এর জের ধরে স্বপন গং আমার উপর হামলা চালায়। আমি এর আগে আশুলিয়া থানায় একটি সাধারণ ডাইরি ও কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করি।

এলাকাবাসী জানান, শফিকুল ইসলাম স্বপন
,জিরানি নবী টেক্সটাইলে সাথী ফ্যশান সাথে নিজ বাড়িতে প্রতিদিন জুয়ার আসর বসিয়ে ও, রমরমা দেহ ব্যবসা,মাদক সেবন ও মাদক ব্যবসা সহ হাইওয়য়ে ফুটপাত দখল করে প্রায় শতাধিক দোকান বসিয়ে প্রতিমাসে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা ।
তার ছেলেকে দিয়ে করানো হয় ছিনতাই এবিষয়ে কাশিমপুর থানায় তার বিরুদ্ধেও রয়েছে একাধিক অভিযোগ।

শফিকুল ইসলাম স্বপন একজন খারাপ প্রকৃতির লোক স্থানীয় প্রশাসন এবিষয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদী সচেতন মহল।