আত্রাইয়ে গৃহহীন ৩২ পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর

- আপডেট টাইম : ০৩:৪৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ১৮১ ৫০০০.০ বার পাঠক
বাংলাদেশের একজন মানুষও আর গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান চলমান রয়েছে। তার ধারাবাহিকতায় তৃতীয় পর্যায়ে নওগাঁর আত্রাই উপজেলা ভূমি ও গৃহহীন ৩২ টি পরিবারের মাঝে বাড়ি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন।
উপজেলায় প্রথম পর্যায়ে ১৭৫ টি, দ্বিতীয় পর্যায় ১০টি ঘর প্রদান করা হয়েছিল। এবার তৃতীয় পর্যায়ে ৩২ টি ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল, অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হলো।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ অনিক ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ গৃহহীন ও অসহায় ৩২ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।