সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে ধর্ষণ মামলার আটক

নওগাঁ প্রতিনিধি
- আপডেট টাইম : ০৪:৫৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
- / ২২৬ ১৫০০০.০ বার পাঠক
নওগাঁর আত্রাইয়ে ধর্ষন মামলায় ১, মাদক মামলায় ২ ও ওয়ারেন্টভুক্ত ৪জনকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। সোমবার (১৮ জুলাই) দিবাগত রাত্রে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেকে আটক করা হয়।
গ্রেফতাকৃতরা হলেন, নারী শিশু মামলায় উপজেলার বিলগলিয়া এলাকার আয়েজ মোল্লার ছেলে কামরুজ্জামান(২৩)। ভরতেতুলিয়া গ্ৰামের ইন্তাজ আলীর ছেলে ইখতেয়ার আল বিলাস (২৫)কে ১০ পিছ্ ইয়াবাসহ আটক, শুটকিগাছা এলাকার মৃত কাশেমের ছেলে বেলার(৪৫)।
ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন, সন্যাসবাড়ী এলাকার আবুল কালামের ছেলে রেজাউল (২৮), হাটকালুপাড়া এলাকার আঃ সামাদের ছেলে শাহীন, কাশবপাড়া এলাকার খোদা বক্সের স্ত্রী রিতা বেগম (৩০) ও একই এলাকার মৃত সুকচানের ছেলে এন্তাজ।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তারেকুর রহমান বলেন, আটক হওয়া ওই ৭জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরো খবর.......