নান্দাইলে জঙ্গল থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
- আপডেট টাইম : ০২:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
- / ১৬৩ ৫০০০.০ বার পাঠক
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আমির হোসেন (৫৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নান্দাইল থানা পুলিশ। শনিবার (১৬ জুলাই) উপজেলার আচারগাঁও ইউনিয়নের ৮নং ওয়াডের আচারগাঁও নামক গ্রামের একটি জঙ্গল থেকে এই লাশ উদ্ধার করা হয়। মৃত আমির হোসেন একই গ্রামের ওয়াব উদ্দিনের ছেলে বলো জানা গেছে।
স্থানীয়রা বলছেন, আমির হোসেন দারিদ্র্যতা ও দীর্ঘদিন যাবৎ অসুস্থতার সাথে যোদ্ধ করে মানষিক ভাবে ভেঙে পড়ছিলেন। সংসারের খরচ আর নিজের চিকিৎসার টাকা জোগাড় করতে হিমসিম খেতে হচ্ছিল তার। গত তিনদিন আগে (বুধবার) আমির হোসেনকে হঠাৎ পাওয়া যাচ্ছিল না। পরে শনিবার সকালে আমির হোসেনের ভাই আবাল উদ্দিন বাড়ির পাশের জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে আমির হোসেনের ঝুলন্ত লাশ দেখতে পান। আবাল উদ্দিন ঘটনাটি আশপাশের লোকজনকে অবহিত করলে তারা নান্দাইল মডেল থানার পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে আমির হোসেনের মরদেহ উদ্ধার করে।
আচারগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুর রহমান বজলু বলেন, শুনেছি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। কৃষিকাজ করে জীবিকানির্বাহ করতেন তিনি। হয়তো সে মানষিক যন্ত্রণায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।