সরকারকে বিদায় করতে অচিরেই আন্দোলন করবে বিএনপি

- আপডেট টাইম : ০৪:৪৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
- / ১৬৯ ১৫০০০.০ বার পাঠক
আজ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে শনিবার সন্ধ্যায় কাকরাইলের নাইটেঙ্গেল মোড় থেকে মশাল মিছিলটি পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
এতে আরও অংশ নেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক শফিউদ্দিন আহমেদ সেন্টু, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম নয়ন, লালবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়ার আলী তাইয়াব, লালবাগ থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হাকিম বিপ্লবসহ দুই শতাধিক নেতাকর্মী।
মশাল মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, ‘দেশনেত্রী গণতন্ত্রের মা খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সামনে এমন আন্দোলন আসছে, এই অবৈধ সরকারের মসনদ তাসের ঘরের মতো উড়ে যাবে।’
তিনি বলেন, ‘এ সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। দুর্নীতি, টাকা পাচার ও লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে।বিদ্যুৎ সংকটে লোডশেডিংয়ে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে।দ্রব্যমূল্যের দাম এখন আকাশ ছোঁয়া। এ অবস্থা চলতে পারে না। অচিরেই আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করা হবে।’