শিনজো আবে জীবিত না মৃত, পরিষ্কার নয় সরকার
- আপডেট টাইম : ০৬:১৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
- / ১৮৬ ৫০০০.০ বার পাঠক
গুলিবিদ্ধ হওয়ার পর জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে জীবিত না মৃত সে বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা পাওয়া যাচ্ছে না সরকারের তরফ থেকে। তবে গণমাধ্যমে যা বলা হচ্ছে, তা অত্যন্ত হতাশাজনক। তাতে ইঙ্গিত দেয়া হচ্ছে তার মধ্যে জীবনের কোনো লক্ষণ নেই। বিষয়টি নিয়ে বিশ্ব মিডিয়াও অত্যন্ত গুরুত্ব দিয়ে সরাসরি খবর প্রচার করছে। বিবিসি, আল জাজিরা সহ সব সংবাদ মাধ্যম ব্রেকিং হিসেবে এই খবর প্রচার করছে। নিয়মিত অনুষ্ঠান স্থগিত করে এ ঘটনায় জোর দেয়া হয়েছে। এ অবস্থায় সরকারের শীর্ষ মুখপাত্র মাতসুনো হিরোকাজু বলেছেন, সাবেক এই প্রধানমন্ত্রীকে নারা প্রিফেকচারে স্থানীয় সময় সাড়ে এগারটার দিকে গুলি করা হয়েছে। তার অবস্থা কি সে বিষয়ে পরিষ্কার নন তিনি। এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। মাতসুনো বলেছেন, এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না।সরকার আনুষ্ঠানিকভাবে এর নিন্দা জানিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার সব ব্যবস্থা ব্যবহার করবে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। তিনি অবিলম্বে ফিরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর অফিসে।