সিলেট সুনামগঞ্জ বন্যাদূর্গতদের পাশে রায়পুরের ভূইয়া ফাউন্ডেশন
- আপডেট টাইম : ০২:২০:২৯ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুন ২০২২
- / ১৪৯ ৫০০০.০ বার পাঠক
সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ধারাবাহিক ত্রাণ বিতরণের কার্যক্রমের অংশ হিসেবে সিলেট জেলার ওসমানীনগর উপজেলা,সুনামগঞ্জের দিরাই, মদনপুর,ও শান্তিগন্জ্ঞ উপজেলায় বন্যার্তদের মাঝে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
২৫ শে জুন শনিবার সারাদিন প্রত্যন্ত অঞ্চলে নৌকাযোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন ভুঁইয়া ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা
এই প্রতিবেদকের সাথে বলেন প্রতিটি প্যাকেটে একটি পরিবারের এক সপ্তাহের খাবার রয়েছে এবং আজ আমরা ১০০০ এর অধিক পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করতে সক্ষম হয়েছি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,পেয়াজ, আলু,লবণ,তেল সহ প্রয়োজনীয় জিনিসপত্র।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, ভুঁইয়া ফাউন্ডেশনের কর্ণধার নবীন ভূইয়ার পক্ষে তার বড় ভাই রবিণ ভূইয়া, রুপক ভুঁইয়া সহ কয়েকজন ।
ত্রাণ বিতরণ নিয়ে নবীন ভূঁইয়া বলেন, সারা বাংলাদেশের মানুষ যখনি বিপদে পড়বে তখনি আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ, বিগত দিনে করোনার সময় যখন সবাই ঘর বন্দি ছিলো তখনো রায়পুরে হাজারো মানুষের পাশে আমাদের ভূঁইয়া ফাউন্ডেশন ছিলো এবং ভবিষ্যতে ও থাকবে।