পদ্মাসহ সকল সেতুতে সাংবাদিকদের টোল ফ্রি করা উচিৎ: বিএমএসএফ
- আপডেট টাইম : ০৬:৫৩:০৬ পূর্বাহ্ণ, সোমবার, ২৭ জুন ২০২২
- / ২৭৭ ৫০০০.০ বার পাঠক
স্বপ্নের পদ্মা সেতু গোটা জাতির সম্পদ; তেমনি সাংবাদিকরা এর অতন্দ্র প্রহরী। পদ্মা সেতৃর স্বার্থরক্ষায় সাংবাদিকদের যথেষ্ট ভুমিকা রাখতে হবে। সাংবাদিকরা দেশের পক্ষে পেশাগত দায়িত্ব পালন করতে প্রতিনিয়ত সেতুগুলোতে টোল দিয়ে পারাপার হতে হচ্ছে। প্রতিদিনই তাদেরকে মোটর সাইকেল কিংবা প্রাইভেট-মাইক্রোর টোল পরিশোধ করতে হচ্ছে। ফলে সাংবাদিকরা ব্যাপক ভাবে অর্থনৈতিক ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনে রাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন। আর তাই পদ্মা সেতুসহ দেশের সকল সেতুতে সাংবাদিকদের জন্য টোল ফ্রি করা উচিৎ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি আরো বলেন, পদ্মা সেতু গোটা বাঙ্গালীর বিজয় ; অন্যদিকে শেখ হাসিনার স্বপ্ন আর শক্তি জয়ের প্রমান।
তিনি রবিবার বেলা ৩টায় শেখ হাসিনার স্বপ্নায়ন; পদ্মাসেতুর বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় একথা বলেছেন। শিবচর শিল্পকলা একাডেমির বহরামগঞ্জ ললিতকলা মিলনায়তনে বিএমএসএফ শিবচর শাখার আয়োজনে অপূর্ব জয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএমএমএফ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান।
অতিথি ছিলেন বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ, কক্সবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মাদারীপুর জেলা আহবায়ক গাউছ উর রহমান,ময়মনসিংহের মাইনুদ্দিন উজ্জ্বল।
স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল খায়ের খান। অন্যান্যের মধ্যে শিবচর শাখার সহ-সভাপতি লিটন খান,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম খান, আনোয়ার হোসেন বিপ্লব,ছালোয়ার হোসেন পথিক প্রমূখ নেতৃবৃন্দ।