কালিয়াকৈরে আইন কে বৃদ্ধাঅঙ্গুলী দেখিয়ে ভূয়া কাজী রাকিবের বিবাহ বানিজ্য
- আপডেট টাইম : ০৮:৩২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / ৬১৮ ৫০০০.০ বার পাঠক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৭ নং ওয়ার্ডে হরিণহাটি এলাকায়,এপেক্স ফুটওয়্যার সংলগ্ন।
ভুয়া কাজী রাকিব এর মাধ্যমে কাগজ পত্র বিহীন চলছে
রমরমা বিয়ে বাণিজ্য,সরকার একাধিকবার বিভিন্ন মিডিয়ায়র মাধ্যমে জানান দেন, ১৮ বছরের নিচে বিবাহ দন্ডনীয় অপরাধ,সরকারের ঘোষনা কে বৃদ্ধাঅঙ্গুলী দেখিয়ে শিশু বিবাহ সম্পন্ন করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। হাফেজ মোঃ মঞ্জুরুল ইসলামের নামে কাজী অফিসটি থাকলেও বিয়ে পড়াচ্ছেন কথিত কাজী রাকিব হোসেন। আব্দুস সালাম নামে এক ব্যক্তির বিবাহ সম্পন্ন করেন কথিত এই কাজী মোঃ রাকিব হোসেন,যার কোন প্রকার বৈধ কাগজ পত্র দেখাতে পারেন নি। ভুয়া জন্ম সনদপএের কোন যাচাই বাছাই না করেই এই বিবাহ সম্পন্ন করেন কথিত কাজী রাকিব হোসেন। এলাকাবাসী সূএে জানা যায়, রাকিব হোসেন এই কাজী অফিস এবং এই এলাকার সকল বিবাহ বিচ্ছেদের কাজ করেন, এলাকাবাসী তাকেই কাজী হিসেবে চিনেন।এবং অফিসের ব্যানারে যে ফোন নম্বর আছে তাও অন্যজনের, তথ্য নিয়ে জানাযায় কথিত কাজী রাকিব হোসেন, হাফেজ মোঃ মঞ্জুরুল ইসলামের সম্পর্কে
ভাতিজী জামাই, রাকিব কালিয়াকৈর থানার বরিয়াবহ গ্রামের সাঈদ আলীর ছেলে সে দীর্ঘদিন যাবৎ এই অফিসে বিবাহ ও বিচ্ছেদের ও কোর্ট ম্যারেজের বিভিন্ন পাত্র পাত্রীদের সঙ্গে কন্টাক্ট করেন,এ বিষয়ে, হাফেজ মোঃ মঞ্জুরুল ইসলামের সঙ্গে বার বার যোগাযোগ করা হলে সে বিষয়টি এরিয়ে যান।এমন বিবাহ কে কেন্দ্র করে এলাকাবাসী বলেন ভুয়া কাজীর বিষয়টা তদন্ত পর্যবেক্ষন পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করি।