রায়পুরে দ্রব্য মূল্য বৃদ্ধি ও বেগম খালেদা জিয়র সু-চিতিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
- আপডেট টাইম : ০৮:৪২:০৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১৮৭ ৫০০০.০ বার পাঠক
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: তেল গ্যাসসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়র সু-চিতিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
সোমবার (১৩ জুন) বিকেলে শহরের টিসি রোড এলাকায় উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদারের বাস ভবনের সামনে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়ে সেখানে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করে।
পৌর বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র এ.বি.এম জিলানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, উপজেলা যুব দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম আলমাস , পৌর যুবদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাওেয়ারী ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্যে বিএনপির নেতারা বলেন, দ্রব্য মূল্য বৃদ্ধির জন্য সরকারের লোকদের দুর্নীতিই দায়ী। এই করোনা মহামারীর মধ্যেও আওয়ামী লীগের নেতাকর্মীরা কোটিপতি হয়েছে। আর সাধারণ মানুষ নিঃস্ব হয়েছে। অপর দিকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সু চিকিৎসার জন্য তাকে বিদেশ যেতে বাধা দিচ্ছে সরকার। আমরা অনতিবিলম্বে দেশনেত্রীর সুচিকিৎসা নিশ্চিত করতে বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের কাছে অনুরোধ করছি। অন্যথা আন্দোলনে বিকল্প কিছু চিন্তা করছি না আমরা। তাই সকলের স্বার্থে আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি।