বিএফইউজে সভাপতি ওমর ফারুকের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন
- আপডেট টাইম : ০৯:৩০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ২১৫ ৫০০০.০ বার পাঠক
সুমন গোপ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি।।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফ ইউ জে সভাপতি ওমর ফারুকের উপর জাতীয় প্রেসক্লাবে সন্ত্রাসী আক্রমণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ
কর্মসূচী পালিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.মনির হোসেনের সঞ্চালনায় এ সময় সংহতি প্রকাশ করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন,
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি মনজুরুল আলম, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি পীযুষ কান্তি আচার্য,প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.আরজু,সৈয়দ মিজানুর রেজা, সাবেক সাধারণ সম্পাদক কাউসারএমরান,প্রেসক্লাবযুগ্ম-সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু,সাংবাদিক
ইউনিয়ন যুগ্ম-সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, কার্যকরী সদস্য মুজিবুর রহমান খান, জহির রায়হা।