পাথরঘাটায় ৮ টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক সিলগালা
- আপডেট টাইম : ০১:৫২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ২০৪ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিনিধি :
সারাদেশে অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের অংশ হিসাবে বরগুনার পাথরঘাটায় আজ মঙ্গলবার দুপুরে
৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে।
পাথরঘাটা থানার পুলিশ প্রশাসনের সহায়তায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওই অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেন।
নিবন্ধন বিহীন ওই ৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হলো, পাথরঘাটা হাসপাতাল সড়কের নূর ডায়াগনস্টিক সেন্টার, ইসলামিয়া ডায়াগনাস্টিক সেন্টার, মনিরা ইয়াসমিন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, থানা সড়কের জহুরা খাতুন মাতৃমঙ্গল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, চরদুয়ানী বাজার এলাকার দোয়েল ডায়াগনাস্টিক সেন্টার, কাকচিড়া বাজার এলাকার সার্জিকেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, জহুরা ডায়গনস্টিক সেন্টার ও এলাহী জেনারেল হাসপাতাল।
ব্যাপারে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, পাথরঘাটায় ৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অনিবন্ধিত থাকায় তাদেরকে প্রথমে লিখিতভাবে বন্ধ করার জন্য বলা হয়েছে। পরবর্তীতে আজ মঙ্গলবার দুপুরে ওই ৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সরেজমিনে উপস্থিত হয়ে বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।