নাসিরনগরে ছাগল চুরি করতে গিয়ে জনতার হাতে আটক দুই চোর
- আপডেট টাইম : ১০:২২:৪১ পূর্বাহ্ণ, শনিবার, ২১ মে ২০২২
- / ২৩৬ ৫০০০.০ বার পাঠক
সুমন গোপ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নে কোয়রপুর গ্রামের লুৎফুর রহমানের একটি ছাগল পুকুরপাড়ে ঘাস খাওয়ার সময় অনুমান দুপুর আড়াই ঘটিকার দিকে সি এন জি গাড়ি যোগে উক্ত ছাগলটি তুলে নেওয়ার সময়ে জনতার কাছে ধরা পরে দুই ছাগল চোর।
আটককৃতরা হলো পাশের গোকর্ণ ইউনিয়নের নূরপুর পুকুরপাড়ের আব্দুল মশুর মিয়ার ছেলে রোকেল মিয়া (২৫) ও ব্রাহ্মণশাসন গ্রামের ছোবাহান মিয়ার ছেলে আলম মিয়া (২৫)। তাদের সঙ্গী আরো দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়।
জনতার হাতে আটক দুই চোর কে প্রথমে কোয়রপুর গ্রামের ফুল মিয়ার বাড়িতে রাখা হয়।
পরে স্থানীয় জনতা বিচারের জন্য পূর্বভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার মিয়ার র কাছে তাদের সোপর্দ করে।
এ বিষয়ে পূর্বভাগ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আক্তার মিয়া এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমার ইউনিয়নে বিভিন্ন গ্রাম হতে এসে বিভিন্ন কৌশলে চুরি সংঘটিত হচ্ছে। আজকের ঘটনায় আটককৃতরা স্বীকারোক্তি দিলেও দুই চোরের অভিভাবকরা বিষয়টি মীমাংসা করার জন্য আসতে অনীহা প্রকাশ করায় গ্রাম পুলিশ মারফত তাদের নাসিরনগর থানায় পাঠানো হয়েছে।
দেশের প্রচলিত আইনে তাদের বিচার হবে।