সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে ট্র্যাক কেড়ে নিল গৃহবধূর প্রাণ, চালক গ্রেপ্তার
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৮:৪৯:৪৭ পূর্বাহ্ণ, সোমবার, ৯ মে ২০২২
- / ১৬৮ ৫০০০.০ বার পাঠক
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ঘাতক ট্র্যাক কেড়ে নিল গৃহবধূ আইরিন বেগমের প্রাণ। চালককে গ্রেপ্তার ও ট্র্যাক জব্দ করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায় উপজেলার তারাপুর ইউনিয়নের নাচনী ঘগোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে। জানা গেছে, আইরিন বেগম তার স্বামী শহিদুল ইসলামের মোটর বাইকে সুন্দরগঞ্জ- রংপুর সড়কে রংপুর হতে সুন্দরগঞ্জ আসছিল। পিছন থেকে ঘাতক ট্র্যাক ( ঢাকা মেট্রো-ট-২৪-৫০৫০) বেপরোয়া গতিতে ঘটনাস্থলে মোটর বাইকে ধাক্কা দিলে আইরিন ও তার স্বামী গুরতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার আইরিনকে মৃত্যু ঘোষণা করে। শহিদুল চিকিৎসাধীন রয়েছে। আইরিন তারাপুর ইউনিয়নের চাচিয়া গ্রামের শহিদুলের স্ত্রী। এদিকে খবর পেয়ে পুলিশ মীরগঞ্জ বাজার হতে ট্র্যাক চালক বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বেতগাড়ি গ্রামের সবুজ মিয়ার ছেলে জামিউল ইসলামকে গ্রেপ্তার ও ট্র্যাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। এনিয়ে থানায় মামলা হয়েছে। থানার সাব-ইন্সপেক্টর এসআই রাফায়েত হোসেন জানান, আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরো খবর.......