নারায়ণগঞ্জ-৩ সাবেক এমপি আবদুল্লাহ আল কায়সার এর পক্ষ থেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা

- আপডেট টাইম : ০৩:৩৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
- / ৪২৯ ৫০০০.০ বার পাঠক
আরিফুল ইসলাম শামিমঃ নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এর পক্ষ থেকে সোনারগাঁ উপজেলার সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদ-উল-ফিতরের অফুরন্ত শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী আল রাহিন।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সিয়াম সাধনার ইবাদত-মগ্ন রোজাশেষে আবার এলো মুসলিম উম্মাহ’র মহানন্দ ঈদোৎসব ঈদুল ফিতর।
পবিত্র ঈদ সবার মাঝে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। তিনি আরও বলেন,ঈদুল ফিতর উপলক্ষে আমাদের প্রান প্রিয় সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক ঈদ মোবারক, অকৃত্রিম শুভেচ্ছা। ঈদুল ফিতর সবার জন্য বয়ে আনুক সুখ-সমৃদ্ধি, অনাবিল আনন্দ। ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের দুয়ারেই এ আনন্দ বয়ে যাক সমহারে- এ কামনা করি। আসুন, আমরা সকলে সকলের হয়ে ইসলামের বৃহত্তম ধর্মীয় উৎসব, মহিমান্বিত ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদায় উদযাপন করি। তিনি বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে।