৷গরমে স্বস্তি দিতে জাতীয় ঈদগাহে ৭০০ পাখা লাগিয়েছেন
- আপডেট টাইম : ০৯:২৯:৫৩ পূর্বাহ্ণ, সোমবার, ২ মে ২০২২
- / ১৯৮ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
তীব্র গরমের মধ্যে জাতীয় ঈদগাহে নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের স্বস্তি দিতে ৭০০ বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করা হয়েছে।
ঈদগাহের সর্বশেষ প্রস্তুতির খবর জানাতে গিয়ে রাজধানীর শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার এ কথা জানান।
তিনি বলেন, গরমে মুসল্লিরা যাতে কষ্ট না পান, সে জন্য ৫৫০টি সিলিং ফ্যান ও ১৫০টি স্ট্যান্ড ফ্যান বসানো হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টয় জাতীয় ঈদগাহে হবে ঈদের প্রধান জামাত। এবার মাঠে ৩৫ হাজার মানুষের জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে।
মাঠের প্রস্তুতি চলছে এক মাস আগ থেকে। গত ৫ এপ্রিল থেকে এই মাঠে প্রতিদিন ১৫০ জন শ্রমিক কাজ করছে।
বৃষ্টির কথা ভেবে টানানো হয়েছে তেরপল, মাঠজুড়ে বিছানো হয়েছে গালিচা। অজুর ব্যবস্থাসহ মোবাইল টয়লেট থাকছে।
ওসি মওদুত বলেন, বৃষ্টি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখার পাশাপাশি ফায়ার সার্ভিস ও অন্যান্য সেবামূলক ব্যবস্থা রাখা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ হাজার বর্গমিটারের এই মাঠে ১২১ কাতারে নামাজ পড়বেন মুসল্লিরা। নারীদের জন্যেও নামাজ ব্যবস্থা রয়েছে।