বিরামপুরে মহাসড়কের পার্শে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

- আপডেট টাইম : ০৮:২০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
- / ২২১ ৫০০০.০ বার পাঠক
মোঃ জাহাঙ্গীর আলম
বিভাগীয় প্রতিনিধি রংপুর।।
দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
২২ এপ্রিল শুক্রবার সকালে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পলিপ্রায়াগপুর এলাকার আজিজুলের লিচু বাগানের সামনে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়েছে।
বিরামপুর থানা পুলিশ জানায়, মহাসড়কের একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে আছে এমন তথ্যদিয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন করেন স্থানীয় এক ব্যক্তি। সকালে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়কের উপর অজ্ঞাতনামা ০১জন পুরুষ ব্যক্তির( ৪৫) মাথায় , হাতে ও পায়ে গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়ে মৃত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে মগে পাঠানো হয়েছে।
ওসি বলেন,ধারনা করা হচ্ছে নিহত ব্যক্তি মাছের গাড়িতে ছিল। মরদেহটি পাশে বেশকিছু মাছের পোনা পড়েছিল।।
মোঃ জাহাঙ্গীর আলম।