ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::

পাবনা নাই ভাবনা জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ২

সময়ের কন্ঠ রিপোর্টে।।

সাঁথিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ধোপাদহ ইউনিয়নের নাড়িয়াগদাই গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।নিহতরা হলেন; সাঁথিয়া উপজেলার নাড়িয়াগদাই গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মুন্নাফ হোসেন (৪০) ও বড়পাইকসা গ্রামের শামসুল ইসলামের ছেলে নাসির হোসেন (৩৫)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

এ হামলায় ৩ জন আহত হয়েছে। এদের মধ্যে রওশন আলী ও হারুন হোসেনকে গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কিছুদিন আগে মুন্নাফ নাড়িয়াগদাই বাজারে সাচ্চু প্রামানিকের কাছ থেকে জমি কেনেন। সেখানে বাড়ির কাজ শুরু করলে জমির সীমানা নিয়ে সাচ্চু প্রামানিকের ভাই বাচ্চু প্রামানিকের সাথে বিরোধ হয়। স্থানীয় সালিশে বিষয়টি নিষ্পত্তি হলে বাড়ির কাজ শুরু করেন মুন্নাফ। শনিবার সকালে শ্রমিকদের নিয়ে বাড়ির কাজ করছিলেন তিনি।বেলা ১১টার দিকে বাচ্চুর নেতৃত্বে একদল সন্ত্রাসী মুন্নাফসহ কাজ করতে আসা শ্রমিকদের ধারালো অস্ত্র ও মাটি কাটার কোদাল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই নাসির মারা যান। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান মুন্নাফ। নির্মান শ্রমিক রওশন, হারুনকে আশংকাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি জানান, ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহার করা মাটিকাটা কোদাল ও একটি মোটর সাইকেল জব্দ করেছে পুলিশ।

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

প্রচন্ড খড়া রোদে ডিএমপি কমিশনারের স্বস্থির উদ্যোগ

পাবনা নাই ভাবনা জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ২

আপডেট টাইম : ০১:৪৬:৪৪ অপরাহ্ণ, শনিবার, ১৬ জানুয়ারি ২০২১

সময়ের কন্ঠ রিপোর্টে।।

সাঁথিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ধোপাদহ ইউনিয়নের নাড়িয়াগদাই গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।নিহতরা হলেন; সাঁথিয়া উপজেলার নাড়িয়াগদাই গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মুন্নাফ হোসেন (৪০) ও বড়পাইকসা গ্রামের শামসুল ইসলামের ছেলে নাসির হোসেন (৩৫)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

এ হামলায় ৩ জন আহত হয়েছে। এদের মধ্যে রওশন আলী ও হারুন হোসেনকে গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কিছুদিন আগে মুন্নাফ নাড়িয়াগদাই বাজারে সাচ্চু প্রামানিকের কাছ থেকে জমি কেনেন। সেখানে বাড়ির কাজ শুরু করলে জমির সীমানা নিয়ে সাচ্চু প্রামানিকের ভাই বাচ্চু প্রামানিকের সাথে বিরোধ হয়। স্থানীয় সালিশে বিষয়টি নিষ্পত্তি হলে বাড়ির কাজ শুরু করেন মুন্নাফ। শনিবার সকালে শ্রমিকদের নিয়ে বাড়ির কাজ করছিলেন তিনি।বেলা ১১টার দিকে বাচ্চুর নেতৃত্বে একদল সন্ত্রাসী মুন্নাফসহ কাজ করতে আসা শ্রমিকদের ধারালো অস্ত্র ও মাটি কাটার কোদাল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই নাসির মারা যান। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান মুন্নাফ। নির্মান শ্রমিক রওশন, হারুনকে আশংকাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি জানান, ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহার করা মাটিকাটা কোদাল ও একটি মোটর সাইকেল জব্দ করেছে পুলিশ।