সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সদরের- দৌলতপুর গ্রাম- অপকর্মের আখড়ায়-পরিণত
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ১২:৩৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
- / ৩০৮ ৫০০০.০ বার পাঠক
বিশেষ প্রতিবেদক।।
দেশের কুমিল্লা জেলার- আদর্শ সদর উপজেলার- ০৩ নং দক্ষিণ দূর্গাপুর মডেল ইউনিয়নের অন্তর্গত দৌলতপুর গ্রাম। যে গ্রাম বর্তমানে পরিণত হয়েছে- মাদক, চুরি, ডাকাতি, ঠেকবাজী, ছিনতাই, নারী ব্যবসা সহ অন্যান্য অপকর্মের কেন্দ্র বিন্দু- সময়ের কন্ঠ অনুসন্ধানে জানা যায়। অনুসন্ধানের তথ্য মতে আরো জানা যায়- উক্ত গ্রামের কয়েকজন ব্যক্তি এসব অপকর্ম পরিচালনা করছে। অপকর্মকারীর নাম ও ঠিকানা- ১) মাসুদ পারভেজ, পিতা- মৃতঃ আব্দুর সাত্তার, যার নামে কোতয়ালী থানায় মামলা রয়েছে- মামলা নং- ৯৮০/১৯ ইং এছাড়াও একাধিক মামলা রয়েছে- তার নামে ২) মিজান, পিতা- ঝানু মিয়া, যার নামে ও অন্য নামে কোতয়ালী থানা সহ অন্যান্য থানায় মামলা রয়েছে ৩) হৃদয়, পিতা- হিরন মিয়া (বক্স বাড়ী), ৪) ফাহিম, পিতা- মৃতঃ পন্ডিত মিয়া, ৫) মনির, পিতা- মৃতঃ খোকন মিয়া, ( দৌলতপুর পূর্বপাড়া), ৬) রুম্মান, পিতা- হারুন মিয়া, ( দৌলতপুর মধ্যম পাড়া ), ৭) রিন্টু, পিতা- সিদ্দিক মিয়া, ৮) মুন্না, পিতা- মৃতঃ শাহাজান, ৯) সোহেল , পিতা- মৃতঃ রমিজউদ্দিন, ও অন্যান্য লোকজন।তথ্যমতে জানা যায়- উপরোক্ত ব্যক্তিরা সহ তাদের সঙ্গীরা দৌলতপুর গ্রামের ছায়াবিতান রোডে- ছিনতাই, চাঁদাবাজী, ঠেকবাজি, মাদক ব্যবসা সহ অন্যান্য অপকর্ম করে থাকে। র্যাব ও পুলিশের পরিচয় দিয়েও তারা অপকর্ম করে। মহিলা দিয়ে মানুষকে ব্লাকমেইলিং করে-টাকা আদায় করে। এদের মূল গোডাউন- রিফিউজি কলোনী-ছায়াবিতান প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন, উক্ত গোডাউন কুমিল্লা জেলা পুলিশকে গুড়িয়ে দিয়ে- উক্ত অপরাধীদের চিহ্নিত করে- আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে- দৌলতপুর গ্রামে শান্তি ফিরিয়ে আনার অনুরোধ জানান- ০৩ নং দক্ষিণ দূর্গাপুর মডেল ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের সুশীল সমাজ।
আরো খবর.......