সংবাদ শিরোনাম ::
নতুন টাউন হল নির্মাণের নামে- কুমিল্লার মানুষের কাছ হতে কয়েক কোটি টাকা-চাঁদা আদায়- কুমিল্লা সদরের এমপির
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৩:৫৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ৪৪১ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ অনুসন্ধান রিপোর্ট।।
বাংলাদেশের পুরনো জেলা কুমিল্লা। জ্যেলা কুমিল্লার সিটি কর্পোরেশন এলাকায়- কান্দিরপাড় নামক স্থানে- জেলা টাউন হল অবস্থিত।
বর্তমান টাউন হলে রয়েছে- অডিটোরিয়াম, পাঠাগারসহ অন্যান্য কার্যক্রম। টাউন হল মাঠ দখল করে আছে- কুমিল্লা ক্লাব সহ অন্যান্য কয়েকটি কার্যালয়।
সরেজমিনে-সময়ের কন্ঠ অনুসন্ধানে- তথ্য সংগ্রহ করে জানা যায়- গেল কয়েক মাস পূর্বে- বর্তমান টাউন হল ভেঙ্গে- নতুন টাউন হল নির্মাণের নামে- কুমিল্লার সদর আসনের এমপি- বাহার-তার লোকজন নিয়ে- কুমিল্লার দিন মজুর হতে শিল্পপতি পর্যন্ত প্রায় সব মানুষের কাছ হতে- বিনা রশিদে কয়েক কোটি টাকা চাঁদা হাতিয়ে নেন। কিন্তু কুমিল্লাবাসী পেলনা- আজও আধুনিক টাউন হল।
তথ্যমতে জানা যায়- টাউন হল রাষ্ট্রীয় সম্পদ। এর তদারকি ও পুনরায় সংস্কার এবং নতুন ভবন নির্মাণের দায়িত্ব পর্যটন মন্ত্রণালয়ের। কিন্তু একজন এমপি কি করে- নতুন টাউন হল নির্মাণের নামে- মানুষের কাছ হতে- কোটি কোটি টাকা হাতিয়ে নেয়?!।
বাস্তবে দেখা যায়- এখনো সেখানে পুরনো ভবন। উক্ত টাকার হিসাব ও নতুন টাউন হল চায় কুমিল্লাবাসী, না হয়-আন্দোলনে নামবে কুমিল্লার সুশীল সমাজ। তথ্যমতে- জানা যায়।
আরো খবর.......