ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
অনিয়ম আর অব্যবস্থাপনায় চলছে নবীগঞ্জ T-20 হুন্ডা কাপ ক্রিকেট টুর্নামেন্ট মানবতা মহসিন আলম মুহিন আওয়ামী লীগ নিষিদ্ধ অন্তর্বর্তী সরকার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখি, যেখানে নিশ্চিত হবে প্রতিটি প্রাণের সমান সুযোগ, যেখানে প্রতিবন্ধকতা শুধুই শব্দ, আর সাফল্যই হবে মূল লক্ষ্য চাঁদাবাজিতে বাধা দেয়ায় পাথরঘাটা ও বরগুনায় ৬ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা, সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ প্রকাশ ডিবি কার্যালয়ে শাওন-সাবাকে টানা জিজ্ঞাসাবাদ ফের নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা রাস্তার চারপাশ ডাসবিনে পরিনত কুমিল্লা সদর দক্ষিণে বিপুল পরিমান মাদকসহ গ্রেফতার ০১ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন

নাটোর লালপুরে বলৎকার করায় এলাকা ছাড়লেন এক যুবকএলাকাবাসীর দাবী ন্যায্য বিচারের

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৬:৪৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৯২ ৫০০০.০ বার পাঠক

লালপুর নাটোর প্রতিনিধি।।

নাটর জেলার লালপুরথানা ধিন ৮নং দুরদুড়ি ইউনিয়নের চার নং ওয়াডের নওপারা গ্রামের মোঃ জাহিদ হোসেন (১৬) পিতা মোঃ আফজাল হোসেন। তাকে রাত অনুমানিক সাতটার সময় নওপাড়া নদীর চরে ডেকে নিয়ে যায় নসারুল নিয়েগিয়ে আখ ক্ষেতের ভিতরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেও শরীরের বিভিন্ন জায়গায় কামোর ও নিলা ফুলা যখন দেখা যায় এবংবিষয়টা গোপন রাখার জন্য বলে তা নহলে মেরে ফেলার হুমকি থামকি দেয় আরো বলে তুই তো জানিস আমি কার লোক কোন দল করি মনে থাকে জেনো কিন্তু আত্ম ভয়ে,জাহিদ চিৎকার করতে থাকে জাহিদের চিৎকারে আশেপাশের লোক এসে ঘটনাস্থল থেকে জাহিদকে উদ্ধার করে বিবস্ত্র অবস্থায় উদ্ধারকৃতদের অবস্থান দেখে দৌড়ে পালিয়ে যান নাসারুল পরে উদ্ধারকৃত লোকজন জাহিদের কাছ থেকে ঘটনা জানতে চাইলে জাহিদ বলেন আমাকে নসারুল নওপাড়া বাজার থেকে ফুসলিয়ে সুকৌশলে এখানে নিয়ে আসেন পরে জোরপূর্বক আমার সাথে অনৈতিক কার্যকালাপ করেন আমি বাধা দিতে চাইলে আমার গালে মুখে জোরপূর্বক কামড় দেয় ও আমার প্যান্ট টেনে ছিড়ে ফেলা এবং আমাকে জোরপূর্বক ধর্ষণ করে পরে স্থায়ীরা জাহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লালপুরে নিয়ে যান কে করেছে এমন ঘটনা জানতে চাইলে এলাকাবাসী বলেন ৮নং দুরদুড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড পানসিপাড়া গ্রামের মোঃ মারুল মন্ডলের ছেলে। মোঃ মনিরুজ্জামান মনির (নুসারল) এ ব্যাপারে ভিকটিমের বাবা মোহাম্মদ আফজাল হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃফজলুর রহমান কে অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন নওপাড়া থেকে মোঃ আফজাল মিয়া একটি লিখিত অভিযোগ করেন তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করাহবে।।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নাটোর লালপুরে বলৎকার করায় এলাকা ছাড়লেন এক যুবকএলাকাবাসীর দাবী ন্যায্য বিচারের

আপডেট টাইম : ০৬:৪৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২

লালপুর নাটোর প্রতিনিধি।।

নাটর জেলার লালপুরথানা ধিন ৮নং দুরদুড়ি ইউনিয়নের চার নং ওয়াডের নওপারা গ্রামের মোঃ জাহিদ হোসেন (১৬) পিতা মোঃ আফজাল হোসেন। তাকে রাত অনুমানিক সাতটার সময় নওপাড়া নদীর চরে ডেকে নিয়ে যায় নসারুল নিয়েগিয়ে আখ ক্ষেতের ভিতরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেও শরীরের বিভিন্ন জায়গায় কামোর ও নিলা ফুলা যখন দেখা যায় এবংবিষয়টা গোপন রাখার জন্য বলে তা নহলে মেরে ফেলার হুমকি থামকি দেয় আরো বলে তুই তো জানিস আমি কার লোক কোন দল করি মনে থাকে জেনো কিন্তু আত্ম ভয়ে,জাহিদ চিৎকার করতে থাকে জাহিদের চিৎকারে আশেপাশের লোক এসে ঘটনাস্থল থেকে জাহিদকে উদ্ধার করে বিবস্ত্র অবস্থায় উদ্ধারকৃতদের অবস্থান দেখে দৌড়ে পালিয়ে যান নাসারুল পরে উদ্ধারকৃত লোকজন জাহিদের কাছ থেকে ঘটনা জানতে চাইলে জাহিদ বলেন আমাকে নসারুল নওপাড়া বাজার থেকে ফুসলিয়ে সুকৌশলে এখানে নিয়ে আসেন পরে জোরপূর্বক আমার সাথে অনৈতিক কার্যকালাপ করেন আমি বাধা দিতে চাইলে আমার গালে মুখে জোরপূর্বক কামড় দেয় ও আমার প্যান্ট টেনে ছিড়ে ফেলা এবং আমাকে জোরপূর্বক ধর্ষণ করে পরে স্থায়ীরা জাহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লালপুরে নিয়ে যান কে করেছে এমন ঘটনা জানতে চাইলে এলাকাবাসী বলেন ৮নং দুরদুড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড পানসিপাড়া গ্রামের মোঃ মারুল মন্ডলের ছেলে। মোঃ মনিরুজ্জামান মনির (নুসারল) এ ব্যাপারে ভিকটিমের বাবা মোহাম্মদ আফজাল হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃফজলুর রহমান কে অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন নওপাড়া থেকে মোঃ আফজাল মিয়া একটি লিখিত অভিযোগ করেন তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করাহবে।।