নাটোর লালপুরে বলৎকার করায় এলাকা ছাড়লেন এক যুবকএলাকাবাসীর দাবী ন্যায্য বিচারের
- আপডেট টাইম : ০৬:৪৭:৩৪ পূর্বাহ্ণ, রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২
- / ২৭৭ ৫০০০.০ বার পাঠক
লালপুর নাটোর প্রতিনিধি।।
নাটর জেলার লালপুরথানা ধিন ৮নং দুরদুড়ি ইউনিয়নের চার নং ওয়াডের নওপারা গ্রামের মোঃ জাহিদ হোসেন (১৬) পিতা মোঃ আফজাল হোসেন। তাকে রাত অনুমানিক সাতটার সময় নওপাড়া নদীর চরে ডেকে নিয়ে যায় নসারুল নিয়েগিয়ে আখ ক্ষেতের ভিতরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেও শরীরের বিভিন্ন জায়গায় কামোর ও নিলা ফুলা যখন দেখা যায় এবংবিষয়টা গোপন রাখার জন্য বলে তা নহলে মেরে ফেলার হুমকি থামকি দেয় আরো বলে তুই তো জানিস আমি কার লোক কোন দল করি মনে থাকে জেনো কিন্তু আত্ম ভয়ে,জাহিদ চিৎকার করতে থাকে জাহিদের চিৎকারে আশেপাশের লোক এসে ঘটনাস্থল থেকে জাহিদকে উদ্ধার করে বিবস্ত্র অবস্থায় উদ্ধারকৃতদের অবস্থান দেখে দৌড়ে পালিয়ে যান নাসারুল পরে উদ্ধারকৃত লোকজন জাহিদের কাছ থেকে ঘটনা জানতে চাইলে জাহিদ বলেন আমাকে নসারুল নওপাড়া বাজার থেকে ফুসলিয়ে সুকৌশলে এখানে নিয়ে আসেন পরে জোরপূর্বক আমার সাথে অনৈতিক কার্যকালাপ করেন আমি বাধা দিতে চাইলে আমার গালে মুখে জোরপূর্বক কামড় দেয় ও আমার প্যান্ট টেনে ছিড়ে ফেলা এবং আমাকে জোরপূর্বক ধর্ষণ করে পরে স্থায়ীরা জাহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লালপুরে নিয়ে যান কে করেছে এমন ঘটনা জানতে চাইলে এলাকাবাসী বলেন ৮নং দুরদুড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড পানসিপাড়া গ্রামের মোঃ মারুল মন্ডলের ছেলে। মোঃ মনিরুজ্জামান মনির (নুসারল) এ ব্যাপারে ভিকটিমের বাবা মোহাম্মদ আফজাল হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃফজলুর রহমান কে অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন নওপাড়া থেকে মোঃ আফজাল মিয়া একটি লিখিত অভিযোগ করেন তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করাহবে।।