যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা-করলেন স্বামী
- আপডেট টাইম : ০১:৫৩:১০ অপরাহ্ণ, শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২
- / ৩৪৪ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ প্রতিনিধি।।
কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
শনিবার উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
নিহত সোনালী খাতুন (২২) উপজেলার চাপড়া ইউনিয়নের নগরসাঁওতা গ্রামের পূর্বপাড়ার আনিস উদ্দিনের মেয়ে।
নিহতের ভাই উজ্জ্বল বলেন, চার বছর আগে পারিবারিকভাবে শফিকুলের সঙ্গে সোনালীর বিয়ে হয়। তাদের দুই বছরের একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই শফিকুল যৌতুকের দাবিতে সোনালীকে মারধর করতো। বোনের সুখের জন্য বেশ কয়েকবার শফিকুলকে টাকা দেওয়া হয়। টাকার জন্য আবার চাপ দিলে সোনালী অপারগতা প্রকাশ করে। এরপর শুক্রবার রাতে তাকে নির্যাতন করে শফিকুল। এক পর্যায়ে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে আটক করা হয়েছে।