সংবাদ শিরোনাম ::
পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায়-খুলনার রাস্তায় পানি খুলনা কার্যালয়
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:৫০:২৫ অপরাহ্ণ, বুধবার, ৯ ফেব্রুয়ারি ২০২২
- / ২২৭ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
দেশের খুলনা সিটি কর্পোরেশন এলাকার রাস্তার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায়- বৃষ্টির পানি রাস্তায় আটকিয়ে-রাস্তার গুণগতমান নষ্ট করছে ও যান চলাচলে সমস্যা করছে। বৃষ্টির আটকানো পানিতে-অনেক পরিবহণের ইঞ্জিল বিকল হওয়ার ঘটনাও ঘটে। নগরীর- জোড়াগেট হতে নিউমার্কেট পর্যন্ত রাস্তায় এমন ঘটনা ঘটে- সূত্র তথ্যমতে জানান। যা সুপরিকল্পিত নগরী গঠনের প্রধান
বাঁধা। টেকসই সড়কের পাশাপাশি-পানি নিষ্কাশনের ব্যবস্থা করা উচিত। সামনের বর্ষার কথা- মাথায় রেখে-এখনি এ ব্যাপারে সুপরিকল্পিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের কথা জানান-নগরবিদগণ।
আরো খবর.......