উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে: ইসি

- আপডেট টাইম : ০৬:০০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / ২১৯ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট শেষে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ প্রতিক্রিয়া জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
এদিন চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়া ও বাজালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
ইসির অতিরিক্ত সচিব বলেন, দুজন ব্যক্তি ভোটকেন্দ্রের বাইরে নির্বাচনী সংহিসতায় নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবে। নির্বাচন কমিশন জীবনহানি আশা করে না। কিন্তু এরপরও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে গেছে। তবে ওভারঅল নির্বাচন ভালো হয়েছে। উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে।
আগামী ১৪ ফেব্রুয়ারি বর্তমান ইসির মেয়াদ শেষ হওয়ার আগে স্থানীয় সরকারের শেষ নির্বাচনে চার হাজার একশর মতো ইউপির ভোট হয়েছে। আরও ৮ ইউপির ভোট হবে ১০ ফেব্রুয়ারি।