ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::
ভৈরবে রেলওয়ে থানা পুলিশের হাতে মাদক দ্রব্য গাঁজাসহ হিজরা গ্রেফতার পীরগঞ্জে জুলাই-আগষ্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ধুলাউড়ি বাজারে শুরু হয়েছে পাঁচটি সেলুন পাঠাগার সুন্দরবনের খালে কাঁকড়া ধরায় চাঁদা দাবি। চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ ডাকাত তরিকুলের বিরুদ্ধে আইনজীবী হত্যার নিউজে পুলিশের বক্তব্য নেয়নি রয়টার্স আজমিরীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে একটি মাটি ভর্তি ট্রাকটর আটক আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের সরকারি জায়গা দখল মুক্ত করে উপজেলা প্রশাসন ইসকন নিষিদ্ধের দাবি জানালো হেফাজতে ইসলাম পৃথক মামলায় সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল রিমান্ডে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৯৯০

সচিবালয়ে কর্মপরিবেশ ঠিক রাখতে সরকারের ৪ নির্দেশনা

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৫:২৪:৪৯ অপরাহ্ণ, শনিবার, ৫ ফেব্রুয়ারি ২০২২
  • / ২৭৭ ৫০০০.০ বার পাঠক

সময়ের কন্ঠ রিপোর্টে।।

বাংলাদেশ সচিবালয়ে কর্মপরিবেশ ঠিক রাখতে সব মন্ত্রণালয় ও বিভাগকে ৪টি নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

জননিরাপত্তা বিভাগের উপসচিব ফিরোজ উদ্দিন খলিফা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয় দেশের সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্র এবং একটি উচ্চ সংরক্ষিত গুরুত্বপূর্ণ স্থাপনা। মাত্র ১৭ দশমিক ৫৩ একর জমিতে ১১টি বড়-ছোট ভবন ও ৬টি ক্যান্টিন রয়েছে।

গুরুত্বপূর্ণ ব্যক্তি, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সভায় আগত সদস্য ও দর্শনার্থীসহ প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ প্রতিদিন সচিবালয়ে গমনাগমন এবং ৪ থেকে ৬ হাজার যানবাহন সচিবালয়ে প্রবেশ করে। এ কারণে সচিবালয়ে কাজকর্ম নির্বিঘ্ন করতে চারটি নির্দেশনা দিয়েছে সরকার।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে- সচিবালয়ের চার পাশে এবং ভেতরে বিভিন্ন ভবনের দেওয়ালে কোনো তোরণ, স্ট্যান্ড, ব্যানার, পোস্টার, ফেস্টুন, লিফলেট স্থাপন বা ঝুলানো যাবে না। সচিবালয়ে কর্মরত সব উপসচিব এবং বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের মাইক্রোবাস মুক্তাঙ্গন বা বায়তুল মোকাররমে থাকা নির্ধারিত ইসলামিক ফাউন্ডেশনের পার্কিংয়ে অবস্থান করতে হবে। এসব কর্মকর্তার গাড়ি সচিবালয়ের ভেতরে ঢুকবে না।

এ ছাড়া মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে থাকা প্রটেকশনের গাড়ি কোনোক্রমেই সচিবালয়ে প্রবেশ করবে না। সচিবালয়ের বাইরের পূর্ব দিকে এসব গাড়ি পার্কিং করতে হবে। স্টিকারবিহীন কোনো গাড়ি সচিবালয়ে প্রবেশ করবে না। সচিবালয়ের সামনের রাস্তা অর্থাৎ আব্দুল গণি সড়কে কোনো রিকশা বা ভ্যান চলাচল করবে না।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সচিবালয়ে কর্মপরিবেশ ঠিক রাখতে সরকারের ৪ নির্দেশনা

আপডেট টাইম : ০৫:২৪:৪৯ অপরাহ্ণ, শনিবার, ৫ ফেব্রুয়ারি ২০২২

সময়ের কন্ঠ রিপোর্টে।।

বাংলাদেশ সচিবালয়ে কর্মপরিবেশ ঠিক রাখতে সব মন্ত্রণালয় ও বিভাগকে ৪টি নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

জননিরাপত্তা বিভাগের উপসচিব ফিরোজ উদ্দিন খলিফা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয় দেশের সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্র এবং একটি উচ্চ সংরক্ষিত গুরুত্বপূর্ণ স্থাপনা। মাত্র ১৭ দশমিক ৫৩ একর জমিতে ১১টি বড়-ছোট ভবন ও ৬টি ক্যান্টিন রয়েছে।

গুরুত্বপূর্ণ ব্যক্তি, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সভায় আগত সদস্য ও দর্শনার্থীসহ প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ প্রতিদিন সচিবালয়ে গমনাগমন এবং ৪ থেকে ৬ হাজার যানবাহন সচিবালয়ে প্রবেশ করে। এ কারণে সচিবালয়ে কাজকর্ম নির্বিঘ্ন করতে চারটি নির্দেশনা দিয়েছে সরকার।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে- সচিবালয়ের চার পাশে এবং ভেতরে বিভিন্ন ভবনের দেওয়ালে কোনো তোরণ, স্ট্যান্ড, ব্যানার, পোস্টার, ফেস্টুন, লিফলেট স্থাপন বা ঝুলানো যাবে না। সচিবালয়ে কর্মরত সব উপসচিব এবং বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের মাইক্রোবাস মুক্তাঙ্গন বা বায়তুল মোকাররমে থাকা নির্ধারিত ইসলামিক ফাউন্ডেশনের পার্কিংয়ে অবস্থান করতে হবে। এসব কর্মকর্তার গাড়ি সচিবালয়ের ভেতরে ঢুকবে না।

এ ছাড়া মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে থাকা প্রটেকশনের গাড়ি কোনোক্রমেই সচিবালয়ে প্রবেশ করবে না। সচিবালয়ের বাইরের পূর্ব দিকে এসব গাড়ি পার্কিং করতে হবে। স্টিকারবিহীন কোনো গাড়ি সচিবালয়ে প্রবেশ করবে না। সচিবালয়ের সামনের রাস্তা অর্থাৎ আব্দুল গণি সড়কে কোনো রিকশা বা ভ্যান চলাচল করবে না।