স মিলের কর্মচারী থেকে হাজার হাজার কোটি টাকার মালিক কে এই মুকুল
- আপডেট টাইম : ১০:১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
- / ৩৫৫ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিবেদক।।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৩/৫ নং ওয়ার্ডের বারেন্ডা ও সুরাবাড়ি মৌজায়,কে এই মুকুল, প্রতারক ও ভূমি দস্যু দখল বাজ বলে পরিচিত,জাল দলীলের মহা নায়ক ,নিজ স্ত্রীকে বোনের পরিচয় দিয়ে ও অর্থ হাতিয়ে নিতে মাস্টার প্লান ম্যান মুকুল।
তিনি খাঁনকা শরিফ নামক একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন,দেশ বিদেশ থেকে উক্ত প্রতিষ্ঠানের নামে চাঁদা উত্তলন করেন কোটি কোটি টাকা,বিভিন্ন ভাবে ফায়দা লুটতে একের পর এক প্লানিং করে কাজ করে চলেছেন,তার নিজের নেই কোনো প্রকার ভুমির কাগজপত্রাদী,তবুও তিনি বিশাল সম্পদের মালীক,অবৈধ ভাবে পরসম্পদ থেকে ভাড়া উত্তলন করেন,নিরীহ মানুষের ভুমি নিজ দখল করে ইচ্ছামত কাজ করে চলেছেন,কবরস্থান এর ভূমি দখল করেও বানিজ্য করে চলেছেন মুকুল,সন্ত্রাসীদের সাথে সক্ষতা রেখে নিজ সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত থেকে, অসহায় মানুষকে কাঁদিয়ে চলেছেন,তার অপকর্মের কথা ফাঁশ হওয়ায়,তার খানকা শরিফে গুনিজনদের উপস্থিতি কমে গেছে, প্রশাসন সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ খানকা শরিফে আর যাবে না এমনটাই বলেন,খানকা শরিফের মোয়াল্লেন 19,71 সালে পাকিস্তান কারাগারে ছিলেন,বর্তমানে পাকিস্তানের এজেন্ট হিসেবে গাউছে পাকের নামে খানকা শরীফ পরিচালনা করছেন, তাদের মূল উদ্দেশ্য পাকিস্তানের রাজত্ব কায়েম করা,মূল বিষয় হলো গরিব খেটে খাওয়া দিনমজুর নিরন্ন উপবাসী মানুষদেরকে বোকা বানিয়ে কোটি কোটি টাকা বানিজ্য করা,সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে প্রশাসনের প্রতি অনুরোধ করেন এলাকার সাধারণ জনতা,সকল খবর জানতে চোঁখ রাখুন আগামী পর্বে,সময়ের অনুসন্ধানে,দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার পাতায়।