নবীনগরে এসিল্যান্ডের বাসা সহ ৩ জায়গায় আগুনঃ প্রাইভেটকার সহ ২ মোটরসাইকেল পুড়ে ছাই
- আপডেট টাইম : ০৫:৪০:০০ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / ২৪৮ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার বাবু কাহারুল।।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন এর ভাড়া বাসায় আগুন দিয়ে মটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোরে মটরসাইকেল পুড়ানোর এ ঘটনা ঘটে। একই সময়ে ডা. সাদেক মিয়ার বাড়ির গ্যারেজে আগুন দিয়ে একটি প্রাইভেটকার ও নবীনগর বাজার সমিতির সভাপতি মো. মনির হোসেনের বাড়িতে আগুন দিয়ে একটি মোটরসাইকেল পুড়িয়েছে দুর্বৃত্তরা৷ এ ঘটনায় নবীনগর সদরে আতংক বিরাজ করছে।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন জানান, আমি ব্রাহ্মণবাড়িয়া সদরে নির্বাচনের দায়িত্ব পালনের জন্য এ দিন বাসায় ছিলাম না। আমার সহধর্মিণীও ডাক্তার দেখাতে ঢাকায় অবস্থান করছিলেন।
এই ঘটনায় আমার মা-বাবা ভীষণ আতংকিত হয়ে আমাকে ফোন দিলে আমি তাৎক্ষণিকভাবে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবগত করলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় ক্ষয়ক্ষতির পরিমান কম হয়েছে। একটি মটরসাইকেল সহ বাসার বেশ কিছু মালামাল আগুনে পুড়ে গেছে। আমি আপাতত নির্বাচনের কাজে নবীনগরের বাহিরে অবস্থান করছি। এসে এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
মুঠোফোনে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ জানান, আমিও নির্বাচনের দায়িত্ব পালনে নবীনগরের বাহিরে অবস্থান করছি। এই ঘটনায় আমি দ্রুত পুলিশ পাঠিয়েছি। খুব দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।