পাথরঘাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২২। চৌধুরী মোহাম্মদ ফারুক সভাপতি এবং অমল তালুকদার বিনা প্রতিদ্বন্ধীতায় সাধারণ সম্পাদক নির্বাচিত।
- আপডেট টাইম : ০৯:৪২:৫৬ পূর্বাহ্ণ, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / ২৫৩ ৫০০০.০ বার পাঠক
নুরুল আমিন মিল্টন মল্লিক নিজস্ব প্রতিবেদক।।
আজ ২৬ ডিসেম্বর রবিবার বরগুনার পাথরঘাটা প্রেসক্লাবের ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দৈনিক ইনকিলাবের পাথরঘাটা প্রতিনিধি চৌধুরী মোঃ ফারুক পুনরায় বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি এবং দৈনিক ভোরের কাগজের পাথরঘাটা উপজেলা প্রতিনিধি অমল তালুকদার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি দৈনিক প্রথম আলোর আমিন সোহেল, যুগ্মসাধারণ সম্পাদক দৈনিক সংবাদ-এর জাফর ইকবাল এবং দৈনিক মানব জমিনের জাকির হোসেন খান বিনা প্রতিদ্বন্দীতায় অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এই নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে দৈনিক ইনকিলাবের চৌধুরী মোঃ ফারুক ও দৈনিক জনকণ্ঠের খোকন কর্মকার মনোনয়ন ফরম সংগ্রহ করেন। কিন্তু খোকন কর্মকার তার মনোনয়ন ফরম জমা না দেয়ায় চৌধুরী মোহাম্মদ ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হলেন।
উক্ত নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পাথরঘাটা সমবায় কর্মকর্তা আ ফ ম জাফর সাদিক ও কে.এম. সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রহিম এবং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুল হাসান। এবং নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তৃণমূল সাংবাদিকদের প্রতি গুরুত্বরোপ করে বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা এতে জাতি ও সমাজের এক প্রকার দায়বদ্ধতা রয়েছে এবং প্রেস ক্লাবের সহযোগী সদস্যদের ভবিষ্যতে মুল কমিটিতে অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন।
২৬ ডিসেম্বর সদস্যদের সরাসরি ভোটে পছন্দের প্রার্থী নির্বাচনের কথা থাকলেও প্রধান পদগুলো বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন ২০২২ সালের পাথরঘাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচিতদের নাম ঘোষণা করেন। উল্লেখ্য, পরবর্তী যেকোন সভায় প্রেসক্লাবের অন্যান্য সদস্যদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হবে ।.